এখন পড়ছেন
হোম > রাজ্য > পুলিশও দলদাসে পরিণত হয়েছে! তেলেনিপাড়া নিয়ে CBI তদন্তের সম্ভাবনা উস্কে দিলেন বিজেপি নেত্রী

পুলিশও দলদাসে পরিণত হয়েছে! তেলেনিপাড়া নিয়ে CBI তদন্তের সম্ভাবনা উস্কে দিলেন বিজেপি নেত্রী


লকডাউনের মধ্যেই সম্প্রতি হুগলির তেলেনিপাড়া উত্তাল হয়। পরিস্থিতি পরিদর্শন করতে তেলেনিপাড়ায় হাজির হন হুগলির বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু মাঝ রাস্তাতেই তাকে আটকে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় এদিন পুলিশের বিরুদ্ধে তিনি কটাক্ষ করে বলেন যে নবান্নের নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে এলাকাতে ঢুকতে দেয় নি। পুলিশও দলদাসে পরিণত হয়েছে। এদিন তিনি আরও বলেন জনপ্রতিনিধি হিসাবে তিনি তাঁর কর্তব্য করতে গিয়ে বাঁধা পাচ্ছেন বারবার।

গত সোমবার থেকে লকেট চট্টোপাধ্যায় ক্রমাগত এলাকায় ঢোকার চেষ্টা করেছেন কিন্তু পুলিশের তরফে তাকে বারং বার বাঁধা দেওয়া হয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে কলকাতার মেটিয়াব্রুজ, টিকিয়াপারা ও রাজারহাটের মত ঘটনার সাথে তুলনামূলক আলোচনা করে তিনি সরাসরি শাসক দলকে আক্রমণ করেছেন বলেই সূত্রের খবর। এদিন লকেট চট্টোপাধ্যায় আরও বলেন যেহেতু ১৪৪ ধারা এখন আর কার্যকরী নেই সুতরাং এলাকায় ঢুকতে বাঁধা দেওয়ার কোনো স্পষ্ট কারণ তিনি খুঁজে পান নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে গেলে সেই সহায়তা টুকুও মেলেনি বলেই তিনি অভিযোগ জানান। প্রসঙ্গত এদিন তিনি টিকিয়াপারার ঘটনার সমালোচনা করেন। পুলিশকে লাথি মারা সত্বেও তাদেরকেই বাড়ি গিয়ে রেশন দিয়ে আসার মতো অভিযোগ এদিন তিনি করেন বলে সূত্রের খবর। তিনি সরাসরি পুলিশের দিকে তোপ দেগে বলেছেন যারা অন্যায় করছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ নিরপরাধ মানুষদের গ্রেপ্তার করেছে। এমনকি বিকলাঙ্গ একজন মানুকে ও একজন শিক্ষককে তেলেনিপারার ঘটনায় গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়।

এদিন তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করে বলেন কিছু বিশেষ সম্প্রদায়কে বারবার ছার দেওয়া হচ্ছে। আর প্রশাসনও শাসক দলের নির্দেশে ওই বিশেষ সম্প্রদায়কে ক্রমাগত প্রশ্রয় দিয়ে চলেছে। কিন্তু তেলেনিপাড়ার ঘটনার মূল দোষীকে সত্বর গ্রেপ্তার করার কথা জানান লকেট চট্টোপাধ্যায়। আসল দোষীকে ধরে শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি এমনটাই এদিন জানান লকেট চট্টোপাধ্যায়। এমনকি বিজেপি সিবিআই এর দ্বারস্থ হবে বলে জানানো হয়েছে তার তরফ থেকে এমন জানা গেছে সূত্রের খবর অনুযায়ী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!