এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিতে আবার বাড়ছে মুকুল রহস্য! গেলেন না দিল্লি, ওড়ালেন অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনাও!

বিজেপিতে আবার বাড়ছে মুকুল রহস্য! গেলেন না দিল্লি, ওড়ালেন অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনাও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বাংলাকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মনে করা হয়েছিল। একদিন আগেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন তিনি। তবে বৈঠকে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে তার বনিবনা না হওয়ার কারণেই তিনি কলকাতায় চলে আসেন বলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছিল।কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রেখেই মুকুল রায় জানিয়ে দিয়েছিলেন, চোখের অপারেশনের জন্য তিনি এই বৈঠকে থাকতে পারলেন না। তবে তার পরবর্তীকালে মুকুল রায়ের বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

তবে বরাবরই সেই সমস্ত কিছু নস্যাৎ করে দিয়েছেন বঙ্গ বিজেপির চাণক্য। আর মুকুল রায়ের গতিবিধি নিয়ে যখন নানা মহলে জল্পনা চলছে, ঠিক তখনই গত সপ্তাহে দিল্লির বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শুক্রবার দুপুরের মধ্যে দিল্লি পৌঁছে অমিত শাহর সঙ্গে দেখা করবেন মুকুল রায়। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই মুকুল রায়ের নতুন করে পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তার অনুগামীদের মধ্যে ব্যাপক জল্পনা তৈরি হয় যেহ তাহলে এবার হয়ত বা মুকুলবাবুকে গুরুত্ব দেওয়ার জন্যই তাকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আশ্চর্যজনকভাবে শুক্রবার দিল্লি যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না মুকুল রায়ের। উল্টে আগামী সোমবার তিনি দিল্লি যাবেন বলে জানিয়ে দিলেন। তবে এক্ষেত্রে অমিত শাহ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি নেই বলেও জানিয়ে দিয়েছেন হেভিওয়েট এই বিজেপি নেতা। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানকে কেন উপেক্ষা করলেন মুকুল রায়, এখন তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন।

এদিন এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “আমি সোমবার দিল্লি যাব ব্যক্তিগত কারণে। অমিত শাহের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি নেই।” কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে যে জল্পনা তৈরি হয়েছিল যে, শুক্রবার তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে কথা বলবেন, সেই জল্পনা কি তাহলে সর্বৈব ভিত্তিহীন? একাংশ বলছেন, মুকুল রায়কে নিয়ে কিছুদিন আগে পর্যন্ত যে জল্পনা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন।

তবে এবার তাকে দিল্লি থেকে ডাকার পরেও যেভাবে তার এই ব্যাপারে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছিলেন বঙ্গ বিজেপির চাণক্য, তাতে নিঃসন্দেহে গুঞ্জন বাড়তে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। তাহলে কি দিল্লির পক্ষ থেকে কোনো ডাক পাননি মুকুল রায়, নাকি তাকে উপেক্ষা করলেন তিনি? এখন তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন শুরু হয়েছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!