এখন পড়ছেন
হোম > রাজ্য > নারী-হেনাস্থায় বিজেপি, নারী-কল্যানে মমতা – প্রচারে ঝড় তুলল তৃণমূল মহিলা কংগ্রেস

নারী-হেনাস্থায় বিজেপি, নারী-কল্যানে মমতা – প্রচারে ঝড় তুলল তৃণমূল মহিলা কংগ্রেস


এবার রাজ্যের শাসকদল তৃনমূল এবং বিজেপির মাঝে লড়াই বাধল নারীশক্তি নিয়ে। শারদোৎসবের ঠিক আগে যন মাতৃবন্দনায় মজে থাকতে ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে আমজনতা ঠিক তখনই সেই নারীশক্তিকে হেনস্থা এবং অপদস্ত করার অভিযোগ তোলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে পথে নামল রাজ্যের তৃনমূল মহিলা কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির রাজ্য সংগঠনের একসময়কার দ্বায়িত্বপ্রাপ্ত নেতা অমল চট্টোপাধ্যায়কে।

অভিযোগ, বিজেপির এক মহিলা সমর্থককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সাথে সহবাস করেছিলেন তিনি। তবে শুধু অমল চট্টোপাধ্যায় নয়, এই ব্যাপারে সেই মহিলা বিজেপির অনেক কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। এদিন বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতেই মুখ খুলে ফের রাজনৈতিক ময়দান কাঁপালেন তৃনমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, গত বুধবার বিজেপি যে বনধ ডেকেছিল তা মানুষ প্রত্যাখ্যান করায় এদিন সেই জনসাধারনকে ধন্যবাদ জানাতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করে তৃনমূল মহিলা কংগ্রেস।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এরপরেই ধর্মতলায় আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তুলোধোনা করে তৃনমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “সাধারন মানুষ বিজেপির শাসনে আজ অতিষ্ট। বাংলায় কন্যাশ্রী, রূপশ্রী চৃলু করে যখন মা বোনেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপি নেতারা নৃরী নিগ্রহ করে বেড়াচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। এই ঘটনা থেকে বোঝা যায়, দিল্লি এখন অপরাধীদের আশ্রয়স্থল হয়ে গেছে।” এদিকে চন্দ্রিমা ভট্টাচার্যের এই কথার পাল্টা জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পুরোটাই পরিকল্পিত। রাজনৈতিক লড়াইয়ে না পেরে এখন তৃনমূল আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে।” তবে দিলীপ ঘোষের এই কথায় পাত্যা দিতে রাজি নয় শাসক শিবির। রাজনৈতিক মহলের মতে, এদিন ধর্মতলার সভা থেকে সকলের সামনে বিজেপির কুকীর্তি ফাঁস করে লোকসভা ভোটের আগে নিজেদের নারীদরদী হিসাবেই তুলে ধরার চেষ্টা করলেন তৃনমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!