এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর বিজেপির মহাবৈঠক, বিশেষ গুরুত্ত্ব পশ্চিমবঙ্গকে – জানুন বিস্তারিত

আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর বিজেপির মহাবৈঠক, বিশেষ গুরুত্ত্ব পশ্চিমবঙ্গকে – জানুন বিস্তারিত

২০১৯ এর লোকসভা ভোটকে পাখির চোখ করেই আগামী ৮ এবং ৯ ই সেপ্টেম্বর হতে চলেছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকটি গত ১৮ এবং ১৯ শে আগস্ট হওয়ার কথা ছিল। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের কারণেই তারিখ পেছাতে হল বৈঠকের। সূত্রের খবর, এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বাংলার ভোটব্যাঙ্কের উপর।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা এবং কেরলকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। চলতি বছরের শেষে যেহেতু রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা ভোট রয়েছে তাই এসব রাজ্যগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। আর সব রাজ্যগুলিকে মাথায় রেখেই রাজনৈতিক প্রস্তাব তৈরি করা হবে জাতীয় কর্মসমিতির বৈঠকে। এমনটাই এদিন জানিয়ে দিলেন দলের অন্যতম কেন্দ্রীয় সম্পাদক সুরেশ পূজারি।

সম্প্রতি সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে নিদেনপক্ষে ২২ টি আসনে জেতার লক্ষ্যমাত্রা রেখেছেন। এমনকি, অতিরিক্ত আরো ১০ টি সম্ভাব্য আসন নিয়েও আলোচনা চলছে জাতীয় বিজেপি নেতৃত্বদের মধ্যে। এরকম অবস্থায় বঙ্গের মাটি থেকে কীভাবে নির্ধারিত ভোট হাসিল করা যাবে তা নিয়েও চূড়ান্ত সাংগঠনিক রূপরেখা তৈরির পরিকল্পনা হতে চলেছে এই বৈঠকে বলে সূত্রের খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এছাড়া অমিত শাহের কথামতো, বাংলায় ১০০% বুথ কমিটি তৈরির কাজ কতোটা সম্পন্ন হয়েছে সেটাও খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগেও বিজেপি সভাপতি রাজ্যের প্রতিটি বুথে অন্তত ১২ জনের কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন। এদের মধ্যে একজন থাকবেন বুথ সভাপতি এবং অন্য আরেকজন বুথ সম্পাদক। পরবর্তী ধাপে, তা বাড়িয়ে অন্তত ৫০ জন করার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। এ ব্যাপারে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছ থেকেও বিস্তারিত জানা হবে বৈঠকে বলে জানা গেছে।

এছাড়া বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পর্ব থেকেই দলীয় নেতা কর্মীরা দফায় দফায় শাসকদলের সন্ত্রাসের শিকার হয়ে আসছেন, এ ব্যাপারে বৈঠকে অভিযোগ জানাবেন বঙ্গ শিবিরের নেতারা। এই সমস্যা নিয়েই জাতীয় স্তরেও বারবার আওয়াজ তুলতে দেখা গিয়েছে বিজেপিকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে অভিযোগ জানিয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন বঙ্গের গেরুয়া নেতৃত্বরা।

প্রতিবাদ জানাতে রাজঘাটে সারা দিন ব্যাপী বিক্ষোভ আন্দোলনও করেছে বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করেই আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভোটব্যাঙ্ক বাড়াতে চাইছে বিজেপি আর মূলত এর উপর ভিত্তি করেই বৈঠকে তৈরি হতে পারে বাংলার সাংগঠনিক রূপরেখা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি শীর্ষ নেতার কথায়, পঞ্চায়েতে জল মাপার কাজ হয়েছে – শাসকদলের ‘সন্ত্রাসের’ পাল্টা ‘অ্যান্টিডোট’ লোকসভায় প্রয়োগ হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!