বিজেপির নজর এবার পুরভোটের দিকে, সেরকমই জানালেন রাজ্য বিজেপি সভাপতি বিজেপি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য June 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে জোরদার লড়াইয়ের পর অবশেষে হার হয়েছে গেরুয়া শিবিরের। নিত্যদিন তাই নিয়ে চলছে কাটাছেঁড়া। পাশাপাশি দলের অন্তর্দ্বন্দ্ব ও ভাঙনও আটকানো যাচ্ছেনা। তবে গেরুয়া শিবির কিছুটা পিছিয়ে পড়লেও তাঁরা আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসতে চলেছে পুর নির্বাচনে বলেই মনে করা হচ্ছে। সেরকম ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদ শহরে এবং সেখানেই তিনি বৃষ্টির কারণে জমা জলের ফলে যে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে কলকাতাবাসীকে, তা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। শনিবার বহরমপুর থেকেই তিনি অভিযোগ তোলেন এক দশকের বেশি সময় ধরে তৃণমূল শাসনক্ষমতা চলছে বাংলায়। কিন্তু তাও জলভোগান্তির হাত থেকে নিস্তার নেই শহরবাসীর। এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দ্রুত জমা জলের হাত থেকে নিস্তার পেতে কলকাতা পুরসভার হস্তক্ষেপ দাবি করেছেন। প্রসঙ্গত বহরমপুরে শনিবার সকালবেলা তিনি নিয়মিত প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলাফল নিয়ে প্রশ্ন উঠলে রাজ্য বিজেপি সভাপতি পাল্টা দাবি করেন, তাঁরা জেতার জন্য লড়েছিলেন, কিন্তু না জিতলেও তাঁরা কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পেয়েছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দাবি করেছেন, রাজ্যের বহু মানুষ তাঁদের ক্ষমতায় আশা করেছিলেন, সেক্ষেত্রে 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়ক উল্লেখযোগ্য বলে দাবী করেন তিনি। পাশাপাশি দিলীপ ঘোষ জানান, মুর্শিদাবাদ জেলায় বিজেপি দুটি বিধানসভায় জয় পেয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের জায়গায় বিজেপির গ্রহণযোগ্যতা বেড়েছে মুর্শিদাবাদে বলেই তিনি দাবি করেন। অন্যদিকে পুর নির্বাচন নিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান, দেড় বছর ধরে রাজ্যজুড়ে পুরসভা নির্বাচন হচ্ছেনা। এক্ষেত্রে তৃণমূল সরকার পিছনের দরজা দিয়ে ক্রমাগত লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেক্ষেত্রে অবশ্য রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন করোনা আবহে এবং বিধানসভা নির্বাচনের কারণে পুরভোট বাহত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে- শুধু বিজেপি নয়, তৃণমূলও চাইছে এবার পুরভোট সম্পন্ন করতে। তবে তার আগে খুব সম্ভবত উপনির্বাচন হবার কথা। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, রাজ্য বিজেপি সভাপতির দাবী অনুযায়ী অনেক কলকাতাবাসীই কিন্তু এবারে বর্ষাকালে চরম ভোগান্তির মুখে পড়লেন জমা জলের কারণে। এক্ষেত্রে পুরসভা কিন্তু আগেভাগে ব্যবস্থা নিয়েও কিছু করে উঠতে পারেনি। তাই অবশ্যই আঙুল উঠবে কলকাতার পুরপ্রশাসকের দিকে। এই পরিস্থিতি পুরভোটে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। আপনার মতামত জানান -