এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে জড়িত একাধিক প্রভাবশালী? হয়েছে মোটা টাকার লেনদেন? বাড়ছে রহস্য!

বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে জড়িত একাধিক প্রভাবশালী? হয়েছে মোটা টাকার লেনদেন? বাড়ছে রহস্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভর সন্ধ্যেবেলা বিজেপি নেতার হত্যা নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনীতি। একুশের বিধানসভা নির্বাচনের আগেই এই হত্যা রাজনৈতিক স্তরে অন্য মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ব্যারাকপুর লোকসভা টিটাগড় অঞ্চলে খুন হন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লা। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। অন্যদিকে মনীশ শুক্লার হত্যার তদন্তে নেমে তদন্তকারীরা তুলে আনছেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো, মনীশ শুক্লার হত্যার ঘটনায় রয়েছে প্রভাবশালী যোগ। রীতিমতো টাকা দিয়ে এই প্রভাবশালীরা মনীশকে হত্যা করেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে তাঁকে জেরা চলছে দফায় দফায়। পাশাপাশি বুধবার ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা, সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। একইসঙ্গে খড়দা পৌরসভার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে নামার পর অফিসাররা জানতে পারছেন মনীশকে খুন করার পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল। ইতিমধ্যে মনীশকে খুনের জন্য বেশ কয়েক বছর আগে 23 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এক সুপারি কিলারকে। সেই দুষ্কৃতীও ব্যারাকপুরের বাসিন্দা। এর আগেও মনীশ একবার আততায়ীদের হাতে মারা যেতে যেতে বেঁচে যান। সেই বিষয়টিও তদন্তে উঠে এসেছে। সেই সময় সুপারি কিলার কে টাকা কে দিয়েছিল, তার খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে এবারে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, ভিন রাজ্যের সুপারি কিলারকে 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যারাকপুর এলাকার এক যুবক সেই টাকা দিয়ে এসেছে বলে জানা গেছে। অন্যদিকে মনীশ শুক্লাকে গুলি করেছে যে শার্প শ্যুটার সেই নাসির কয়েক বছর আগেও মনীশের এক অনুগামীকে গুলি করে খুন করেছিল। সেই বিষয়টি মনীশ জেনে যাওয়ায় নাসির ওই ঘটনার জন্য ক্ষমা চায় মনীশের কাছে এবং আগামী দিনে সে যে আর সুপারি কিলিং কাউকে করবেনা সে প্রতিশ্রুতিও দেয়। অন্যদিকে সম্প্রতি তদন্তকারীরা ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পঞ্চাননতলা রোডের একটি নির্মীয়মান বহুতলের ফ্ল্যাটে হানা দেয়। জানা গেছে, আততায়ীরা গত দু’সপ্তাহ ধরে এই ফ্ল্যাটে বসবাস করছিলেন। একই ইঙ্গিত দিয়েছেন এলাকার অধিবাসীরাও। আপাতত মনীশ শুক্লা হত্যার রহস্যজট খোলার চেষ্টায় তদন্তকারীরা।

তদন্তকারীরা একের পর এক দোষীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন ধরা পড়েছে। তাঁদেরকে জেরা করে জানার চেষ্টা চলছে, মনীশ শুক্লাকে হত্যার পেছনের আসল ঘটনা কি? অন্যদিকে মনীশ শুক্লার হত্যার ঘটনায় ইতিমধ্যেই টিটাগড় থানায় এফআইআর করেছে গেরুয়া শিবির। এবং সেই এফআইআরে বেশ কয়েকজন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার নাম রয়েছে বলে জানা যাচ্ছে। মনীশ শুক্লার হত্যার ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি করেছে গেরুয়া শিবির। আপাতত মনীশের হত্যা একুশের বিধানসভা নির্বাচনের আগে জোরদার ঝড় তুলতে চলেছে বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!