এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যাকাণ্ডের তদন্তে এবার বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যাকাণ্ডের তদন্তে এবার বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০২০ সালের ৪ ঠা অক্টোবর টিটাগর থানার কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি নেতা মনীশ শুক্লার। সেসময় বিটি রোডের ধারে গাড়ি দাঁড় করিয়ে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সেসময় বাইকে করে এসে বেশ কিছু দুষ্কৃতী তাঁর দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ১৩,১৪ টি বুলেটের আঘাতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। তিনি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর ঘটনার তদন্তর দায়িত্বভার গ্রহণ করে সিআইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিআইডি বেশ কিছু ব্যক্তির নামে চার্জশিট পেশ করেছে। তবে, বেশ কিছু সন্দেহভাজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদ করে মনীশ সিং নামে এক ব্যক্তির নাম জানা গেছে। বিহারের বৈশালির অধিবাসী এই মনীশ সিং। ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে হরিয়ানার এক জেলে বন্দি এখন মনীশ। এ বছরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

হরিয়ানাতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি নিতে আদালতে আবেদন করা হয়েছে সিআইডির পক্ষ থেকে। আদালত এই আবেদন মঞ্জুর করেছে। জেরায় জানা গেছে যে, মনীশ সিং দীর্ঘদিন ধরে সার্প সুটার হিসেবে কাজ করতো। বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যোগ রয়েছে তার। সম্পূর্ণ বিষয়টি জানতে দ্রুত তদন্ত করতে চায় সিআইডি। এমনকি, তাকে জেরা করার জন্য ট্রানজিট রিমান্ডে আনারও সম্ভাবনা রয়েছে সিআইডির। এদিকে, সম্প্রতি তামিলনাড়ু থেকে আরও চারজন সার্প সুটারকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!