এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি নেতাদের 356-এর দাবি, কড়া ধমক দিলেন অমিত শাহ !

বিজেপি নেতাদের 356-এর দাবি, কড়া ধমক দিলেন অমিত শাহ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির মধ্যে যখন ডামাডোল পরিস্থিতি, তখন অমিত শাহের বঙ্গ সফরে তিনি দলীয় নেতা নেত্রীদের নিয়ে বৈঠকে কী বার্তা দেন, তার দিকে তাকিয়েছিলেন বিশেষজ্ঞরা। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় শাসন বা রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলার বিজেপি নেতাদের সেই দাবিতে গুরুত্ব না দিয়ে আন্দোলন করেই যে রাজ্যের ক্ষমতা দখল করতে হবে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠকে বিজেপি নেতাদের একাংশ 356 ধারা লাগু করার দাবি জানাতেই কার্যত সেই দাবি খারিজ করে দিলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। যার ফলে একদিকে যেমন স্বস্তির আবহ তৈরি হয়েছে শাসক দলের মধ্যে, ঠিক তেমনই বিজেপির নেতারা যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলেন বলেই মনে করছেন একাংশ।সূত্রের খবর, এদিন নিউটাউনের বিজেপির রাজ্যস্তরের নেতা নেত্রী থেকে শুরু করে বিধায়ক এবং সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই একশ্রেণীর বিজেপি নেতা নেত্রী 356 ধারা যাতে রাজ্য লাগু করা হয়, সেই বিষয়টি অমিত শাহের কাছে তুলে ধরেন। আর তারপরেই সেই দাবিকে খারিজ করে দিয়ে পাল্টা মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন তিনি বলেন, “356 ধারা জারি কিংবা সিবিআই কোনো দাওয়াই হতে পারে না। একটি দল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। মাত্র এক বছরে সেই সরকারের বিরুদ্ধে এটা করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস যা খুশি করতে পারে। কিন্তু আমরা করতে পারি না। আন্দোলন করেই উঠে আসতে হবে।” স্বভাবতই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বিজেপি নেতাদের এই কথা বলে দেওয়ার কারনে যথেষ্ট চাপে পড়ে গেল রাজ্য বিজেপি বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!