বিজেপি নেতাদের বাড়িতে পুলিশি হানা, “সার্চ ওয়ারেন্ট কোথায়?” প্রশ্ন সুকান্তর! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 23, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ষষ্ঠ দফার ভোটের আগে পুলিশ দিয়ে বিজেপি নেতাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশের হানা, রীতিমত প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই ব্যাপারে পুলিশের পদক্ষেপ নিয়েই পাল্টা বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যে কারও বাড়িতে সার্চ করতে পারে। কিন্তু তার জন্য তো সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে। আমার বাড়িতেও সার্চ করতে আসতে পারে। কিন্তু ওয়ারেন্ট কোথায়?” অর্থাৎ পুলিশের এই আটঘাট বেঁধে না নামা যে প্রতিহিংসা পরায়ণতার শামিল, তা স্পষ্ট হয়ে গেল সুকান্তবাবুর কথায়। আইনগত ত্রুটি নিয়েই যে পুলিশ ভুল খেলা খেলতে নেমেছে, তা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -