এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন বিজেপি নেতা, চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে

বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন বিজেপি নেতা, চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল মাঝরাতে কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদককে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। গতকাল মধ্যরাতে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এর গাড়ি লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। গুলিটি লেগেছে তাঁর গাড়ির দেয়ালে। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি।

প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি, সংঘর্ষ, গোলাগুলি, বোমাবাজি বাড়ছে। এসব এখন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গতকাল রাতে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এর গাড়ি লক্ষ্য করে চললো গুলি। অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে এই বিজেপি নেতার।

এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন জানালেন যে, সম্প্রতি মাথাভাঙা শহরে বিজেপির বেশকিছু কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় আহত বিজেপি কর্মীদের গতকাল রাতে দেখতে তিনি গিয়েছিলেন। গতকাল মাঝরাতে আহতদের দেখে যখন তিনি গাড়িতে করে ফিরছিলেন, যখন তিনি মাথাভাঙ্গা থানা ছাড়িয়ে এগোচ্ছিলেন সে সময় তাঁর ওপরে আক্রমণ ঘটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা অভিজিৎ বর্মন যখন মাথাভাঙা থানা পার করে শনি মন্দির এলাকা পার পার করে আব্বাসউদ্দীন সেতুর সামনে পৌঁছেছিলেন, সে সময় কয়েক জন জন দুষ্কৃতী হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি জানালেন যে, অল্পের জন্য তাঁর গায়ে গুলি লাগে নি। গুলি লাগে তাঁর গাড়ির পেছনে। এই ঘটনার জন্য স্থানীয় বিজেপি শিবির দায়ী করেছে শাসকদল তৃণমূলকে।

গতকাল জেলা বিজেপির সাধারণ সম্পাদকের উপর এই হামলার বিষয়টি জানানো হয়েছে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্বকে। তাঁদের নির্দেশমতোই অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হলো বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূল শিবির তাদের দিকে ওঠা বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম বক্তব্য রাখা হয়নি। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!