এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেতাকে ফোন করা নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জীর বিস্ফোরক তথ্য ফাঁস, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিজেপি নেতাকে ফোন করা নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জীর বিস্ফোরক তথ্য ফাঁস, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বেলা গড়াতেই আরেক দফা চাঞ্চল্যকর খবর সামনে আসে। তমলুকের সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রলয় পাল একটি অডিও রেকর্ড সামনে আনেন। যেখানে দাবি করা হয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। আর তাই নিয়েই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়, তৃণমূল নেত্রী নিজের হার বুঝতে পেরেই এভাবে যোগাযোগ করছেন তাঁদের দলের নেতার সঙ্গে। আর এই নিয়েই শুরু হয় নতুন রাজনৈতিক তরজা।

এই অবস্থায় আজকে নন্দীগ্রামে প্রচারের শেষ পর্বে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের পুরো ব্যাপারটি আজকে খোলসা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়েছেন, কি কারণে তমলুকের বিজেপি নেতাকে তিনি ফোন করেছিলেন? ঘটনার সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর কাছে খবর ছিল বিজেপি নেতা প্রলয় পালসহ অনেকেই তাঁর সাথে কথা বলতে চাইছেন। আর সেই কারণেই তিনি ফোন করেছিলেন। গত শনিবার প্রকাশ্যে যে অডিওটা এসেছিল তাতে শোনা গিয়েছিল তৃণমূল নেত্রী বিজেপি নেতাকে ভোটে সাহায্য করার কথা বলছেন। সেই অডিওর সত্যতা তৃণমূল নেত্রী আজকে মেনে নিয়েছেন এবং বলেছেন, দলের পুরোনো কর্মী প্রলয় পালকে ফিরে আসার জন্য অবশ্যই ফোন করা যেতেই পারে।

তাই নিয়ে জলঘোলা করার মতো কিছু হয়নি। শনিবারেও অডিও প্রকাশ্যে আসার পর তৃণমূলের হেভিওয়েট নেতারাও এই কথাই বলেছিলেন। সেদিনের প্রকাশিত অডিওতে যেরকম প্রলয় পালকে বলতে শোনা গিয়েছে, তিনি যে দল করছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। তাই তিনি তৃণমূলের ফিরবেননা। সেরকমই তৃণমূল নেত্রীকেও বলতে শোনা গেছে, যেন প্রলয় পাল তাঁর সিদ্ধান্ত ভেবে দেখে। যথারীতি সেদিন থেকেই এই নিয়ে চলছে রাজনৈতিক চাপান-উতোর তৃণমূল এবং বিজেপির মধ্যে। এতদিন পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অডিও নিয়ে বিন্দুমাত্র কথা বলেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু নন্দীগ্রামের প্রচারের শেষ দিন টেঙ্গুয়া মোড় থেকে তৃণমূল নেত্রী জানান, তাঁর কাছে খবর ছিল অনেকেই তাঁর সঙ্গে কথা বলতে চায়। আর তাই তিনি প্রলয় পালের সঙ্গে কথা বলেছিলেন। সেক্ষেত্রে তৃণমূল নেত্রী তাঁর স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, তিনি কোনো খারাপ কথা বলেননি বরং প্রাক্তন তৃণমূল কর্মী তথা বর্তমান বিজেপি কর্মীকে তাঁর সিদ্ধান্ত ভেবে দেখার কথা বলেছিলেন। তাই নিয়ে বিতর্কের কিছুই হয়নি। তবে তৃণমূল নেত্রী বিতর্ক না চাইলেও ওই অডিও টেপটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

এমনকি গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই টেপটি সামনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালানো হচ্ছে। তবে বিজেপি কতটা ফায়দা তুলতে পারল এই অডিও টেপ থেকে, তা অবশ্য ভবিষ্যত বলবে। কিন্তু তৃণমূল নেত্রীর কথা থেকে কিন্তু পরিষ্কার অনেকেই কথা বলতে চেয়েছে। সেক্ষেত্রে একা প্রলয় পালের অডিও সামনে এসেছে। বাকিরা কি তাহলে গেরুয়া শিবিরে মুখ বন্ধ করে রয়েছে? সেক্ষেত্রে অন্য কোন খেলা তৈরী হচ্ছে না তো রাজনৈতিক পাশাখেলায়?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!