এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, অস্বস্তি গেরুয়া শিবিরে-পাল্টা অভিযোগের তীর শাসকশিবিরের দিকে

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, অস্বস্তি গেরুয়া শিবিরে-পাল্টা অভিযোগের তীর শাসকশিবিরের দিকে

লোকসভা পরবর্তীকালে রাজনৈতিক হানাহানি, খুনোখুনি যত দিন যাচ্ছে কমার বদলে তা বেড়েই যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনও সঠিক দিশা দেখাতে পারছে না। উপরন্তু অশান্তির আবহ তৈরীর জন্য বোমাবাজি তো আছেই। রাজনৈতিক দলগুলি এলাকা দখলের লক্ষ্যে বোমাবাজিকে কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। পশ্চিমবঙ্গের মূল বিরোধী দল বিজেপি। এবার এক বিজেপি নেতার বাড়ি থেকেও উদ্ধার হল বেশ কয়েকটি তাজা বোমা। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

এদিন ভাতার থানা এলাকার এক বিজেপি নেতার বাড়ি থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়। এতগুলি বোমা তাঁর বাড়িতে কেন মজুদ রয়েছে সে উত্তর এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিজেপি বুথ সভাপতি মহানন্দ সরকারের বাড়ির পিছনে একটি হাঁড়ির ভেতর থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাতার থানা এলাকার মাহাতা দু’নম্বর পঞ্চায়েতের ঝর্ণা আমডাঙ্গায়।

এ বিষয়ে বিজেপি নেতা মহানন্দ সরকারের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় শ্মশানের একটি গাছ কাটা নিয়ে সম্প্রতি প্রতিবাদ করেছিলেন মহানন্দ। তার জেরেই এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটনা হয়েছে। একই কথায় সুর মিলিয়ে মহানন্দ সরকার দাবি করেছেন, শাসক দল তাঁকে পরিকল্পনা করে ফাঁসানোর চক্রান্ত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে এককথায় নস্যাৎ করে দিয়েছে। তাঁদের দাবী, এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য এত গুলি বোমা মজুদ রাখা হয়েছে ওই বিজেপি নেতার বাড়িতে। এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত।

ভাতার পুলিশের তরফ থেকে জানা গেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায়। ঘটনার ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এখনো পর্যন্ত এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।

এই ঘটনায় বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে ইচ্ছাকৃতভাবে বোমাগুলি রাখা হয়েছে। এটি শাসক দলের চক্রান্ত। অন্যদিকে, শাসক দলের দাবি 2021 কে মাথায় রেখে বিরোধীদল সমগ্র পশ্চিমবঙ্গে অশান্তির আবহ তৈরি করার চেষ্টায় আছে। এইসব ঘটনা তারই নামান্তর। সমগ্র ঘটনাটির ওপর ভাতার থানার পুলিশ কড়া নজর রেখেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!