এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার গেরুয়া শিবিরের তরফ থেকে হতে চলেছে নবান্ন অভিযান? বিজেপি নেতার মন্তব্যে জল্পনা

এবার গেরুয়া শিবিরের তরফ থেকে হতে চলেছে নবান্ন অভিযান? বিজেপি নেতার মন্তব্যে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় রাজনৈতিক মহলে চলছে যুদ্ধের প্রস্তুতি। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলি রণসাজে সেজে উঠছে। লোকসভা আসনে বিজেপি 18 টি আসন জিতে বিধানসভার দখল করার ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এবং সেই উদ্দেশ্যে বারে বারে শাসক দল তথা রাজ্য প্রশাসনকে প্রতিপদে কোণঠাসা করার চেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির। সেভাবেই এবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল।

বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে সিউড়ি শহরে বিডিও অফিসের সামনে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। যেহেতু এসডিও অফিস বন্ধ থাকে, সেহেতু এই বিক্ষোভ কর্মসূচি করা হয়ে ওঠেনা। আর কর্মসূচিতে বাধা পড়ায় যথারীতি ক্ষোভে অগ্নি শর্মা হয়ে ওঠেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল। তিনি বিজেপির সমর্থক ও কর্মীবৃন্দকে নির্দেশ দেন শহরজুড়ে মিছিল করার। সেই অনুযায়ী বিজেপি কর্মীরা শহরজুড়ে মিছিল করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিছিল শেষে বৃহস্পতিবার বীরভূম জেলা সভাপতি কর্মীদের প্রকাশ্যে নির্দেশ দিলেন, আগামী 27 অক্টোবর বীরভূম জেলার প্রতিটি থানার সামনে গেরুয়া শিবিরের বিক্ষোভ প্রদর্শনের এবং সেদিন থানার অফিসারদের ভালোমতন শিক্ষা দেওয়ার নির্দেশ দেন তিনি।  শ্যামাপদ মন্ডলের এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোরদার সমালোচনা। পাশাপাশি শ্যামাপদ মন্ডল এদিন সভায় জানান, আগামী 8 ই অক্টোবর গেরুয়া শিবিরের নবান্ন অভিযান হতে চলেছে। ঐদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে 10 হাজার কর্মী নবান্নের দিকে মিছিল করবে।

ট্রেন না চলার কারণে বিভিন্ন যানবাহনে সবাই সেখানে উপস্থিত হবে। অন্যদিকে সিউড়িতে যে বিশাল মিছিল হল গেরুয়া শিবিরের পক্ষ থেকে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। করোনা পরিস্থিতির মধ্যে এত বিশাল মিছিল কিভাবে হল করণা বিধি ভেঙে? একইভাবে নবান্ন অভিযান নিয়েও প্রশ্ন উঠছে। আপাতত বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়েছে তোড়জোড়। রাজ্যের সবকটি রাজনৈতিক দল চূড়ান্ত ব্যস্ত। কিন্তু তার মধ্যেও বিজেপির কাছে বিধানসভা নির্বাচনী লড়াই যে একটি প্রেস্টিজ লড়াই হতে চলেছে, সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। আপাতত বিধানসভা নির্বাচনের দিকেই নজর রেখে বলাই যায়, আগামী দিনে ক্রমাগত বিতর্কিত কটাক্ষ বাড়বে রাজনৈতিক দলগুলির।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!