এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেতার দলবদল করার সম্ভাবনা উজ্জ্বল হতেই বিস্ফোরক তৃণমূল সাংসদ, বাড়ছে জল্পনা

বিজেপি নেতার দলবদল করার সম্ভাবনা উজ্জ্বল হতেই বিস্ফোরক তৃণমূল সাংসদ, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বরাবরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদী চরিত্রে দেখা গিয়েছে। রাজনীতিতে তাঁর পছন্দসই কিছু না হলে তিনি সরাসরি বলতেই পছন্দ করেন। এরকম উদাহরণ প্রচুর আছে। এবার আরও একবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলে ফিরতে চাওয়া অন্যতম নেতা প্রবীর ঘোষালকে নিয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যাওয়ার ধুম পড়ে গিয়েছিল তৃণমূল থেকে। রাতারাতি অনেকেই দল পরিবর্তন করেছিলেন যাদের মধ্যে প্রবীর ঘোষাল অন্যতম।

কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতার পর থেকেই যারা বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের মোহভঙ্গ হতে শুরু করে। ইতিমধ্যেই তৃণমূলে ফিরে এসেছেন একাধিক বিজেপি নেতা। তবে এখনও পর্যন্ত দলবদলকারী নেতা প্রবীর ঘোষাল তৃণমূলে ফেরত না আসলেও বিশেষজ্ঞরা মনে করছেন তাঁর ফেরত আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই তিনি তৃণমূলের মুখপত্র জাগো বাংলার জন্য কলম ধরেছেন। নিয়মিত সেখানে লেখাও দিচ্ছেন। আর প্রবীর ঘোষালের দলে ফেরৎ আসা নিয়ে এবার কার্যত বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন গতকাল কোন্নগর বইমেলায়। গত সপ্তাহে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রবীর ঘোষাল এবং তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার ওই একই মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রবীর ঘোষালকে তীব্র কটাক্ষ করে জানিয়ে দেন, তাঁর গত সপ্তাহে না আসার কারণ বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ না করা। কার্যত বেইমান এক্ষেত্রে প্রবীর ঘোষালকেই যে তিনি বললেন সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের।

প্রবীর ঘোষাল নিজ আচরণে যতই বুঝান না কেন তিনি তৃণমূলে ফিরে আসতে চান, তাঁর ফেরা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো মনে নেননি তা স্পষ্ট। এর আগে বিজেপি থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে এসেছিলেন ঠিক সে সময়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন তাঁর প্রতিবাদ। আপাতত প্রবীর ঘোষাল তৃণমূলে আসবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তার আগে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অমত প্রকাশ করলেন এ ব্যাপারে, তা নিয়ে জলঘোলা যে হবে তা নিঃসন্দেহে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!