এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি নেতার গাড়িতে বোমা ছোড়ার অভিযোগে গ্রেপ্তার তিন! অভিযোগের তীর তৃনমূলের দিকে!

বিজেপি নেতার গাড়িতে বোমা ছোড়ার অভিযোগে গ্রেপ্তার তিন! অভিযোগের তীর তৃনমূলের দিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কাল থেকেই রাজ্যের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ক্রমশ বাড়তে শুরু করেছে। বিরোধী দল হিসেবে বিজেপি মাথাচাড়া দিতেই বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপির রাজনৈতিক সংঘর্ষ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। এবার বিজেপি নেতার গাড়িতে বোমা হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো নৈহাটি এলাকায়।

জানা গেছে, সম্প্রতি নৈহাটি পৌরসভার বিদায়ী কাউন্সিলর তথা বিজেপি নেতা গনেশ দাসের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। আর সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হল তিন যুবককে। ইতিমধ্যেই এই ব্যাপারে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গেছে, ধৃতরা হলেন চন্দন ঠাকুর, রানা মজুমদার এবং শেখর বর্মা।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার গাড়িতে বোমা ছোড়াকে কেন্দ্র করে তিন ব্যক্তি গ্রেপ্তার হতেই এবার যেভাবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূলকে দায়ী করা হল, তাতে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা গণেশ দাশ বলেন, “বোমাবাজির মাস্টারমাইন্ড নৈহাটির তৃণমূল বিধায়ক। বারবার আমায় খুনের চেষ্টা করা হচ্ছে। যে যুবকরা ধরা পড়েছে, তাদের লোভ দেখিয়ে সামান্য টাকার বিনিময়ে এসব করানো হচ্ছে। নতুন প্রজন্মকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত। আমার হাত ধরে নৈহাটির বুকে বিজেপির উত্থান মেনে নিতে পারছেন না বলেই আমায় খুনের চেষ্টা।”

এদিকে বিজেপির নেতা গনেশ দাসের পক্ষ থেকে যেভাবে এই ঘটনায় নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দিকে যে অভিযোগ করা হল, তা কতটা সত্যি? এদিন এই প্রসঙ্গে নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “একটা সামান্য গুন্ডার অভিযোগ প্রসঙ্গে আমি আর কিছুই বলতে চাই না। আমার কুণ্ঠাবোধ হচ্ছে, ওর নিকৃষ্টমানের অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে। তাছাড়া নৈহাটি তথা এলাকার মানুষ আমায় চেনেন জানেন। ভালো-মন্দের বিচার তারাই করবেন।” সব মিলিয়ে এবার বিজেপি নেতা আক্রমণের পর তিন যুবক গ্রেপ্তার হতেই তৃণমূল-বিজেপি চাপানউতোর চরমে উঠল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!