এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি নেতার গাড়িতে গুলি, প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও

বিজেপি নেতার গাড়িতে গুলি, প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মধ্যরাতে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনের গাড়ি লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। গুলি লাগে তাঁর গাড়ির পেছনে। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন জানিয়েছেন, গতকাল মাথাভাঙা শহরে বিজেপির বেশকিছু কর্মীর ওপর হামলা চালায় তৃণমূল। আহত বিজেপি কর্মীদের গতকাল রাতে দেখতে গিয়েছিলেন তিনি। গতকাল মাঝরাতে আহতদের দেখে যখন তিনি গাড়িতে করে ফিরছিলেন, সময় তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়। এই ঘটনার জন্য বিজেপি দায়ী করেছে তৃণমূলকে।

আজ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মাথাভাঙ্গা থানা ঘেরাও কর্মসূচি করেছিল বিজেপি। বিজেপি অভিযোগ করেছে যে, তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় তাদের মিছিলে। এই মিছিলে যোগদান করেছিলেন কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা রায়-সহ একাধিক জেলা বিজেপি নেতৃত্ব। অভিযোগ, বোমাবাজি পর্যন্ত করা হয়েছে মিছিলে। এরপর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় ভাঙচুর চালানো হয়। তৃণমূলের একটি অফিস ভাংচুরের অভিযোগ ওঠে বিজেপি বিজেপির বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির নেতা, কর্মীরা দীর্ঘক্ষন ধরে মাথাভাঙ্গা থানা ঘেরাও করে রাখেন। শেষ পর্যন্ত পুলিশ উঠিয়ে দেয় বিজেপি কর্মীদের। এখনো মাথাভাঙ্গার বিভিন্ন জায়গায় পুলিশি টহল চলছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত। কিন্তু আবার নতুন করে গন্ডগোল বাঁধবার আশঙ্কা করছে প্রশাসন। এর জন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপি তাঁদের নামে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছে। বিজেপি নেতা অভিজিৎ বর্মণ এর গাড়িতে তৃণমূল হামলা করেনি। তিনি বিজেপি কর্মীদের দ্বারাই আক্রান্ত হয়েছেন। তবে বিজেপির অভিযোগ, গতকাল বঙ্গধ্বনি যাত্রার নাম দিয়ে তৃণমূলের কর্মীরা বেশকিছু বিজেপি কর্মীর বাড়িয়ে উপস্থিত হয় ও প্রকান্ড মারধর করে। এরপর দুজন বিজেপি কর্মীকেই থানায় ধরে আনে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!