এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি নেতার হত্যাকারিকে জেলের মধ্যেই পিটিয়ে মেরে ফেলার বিস্ফোরক অভিযোগ, বাড়ছে উত্তেজনা

বিজেপি নেতার হত্যাকারিকে জেলের মধ্যেই পিটিয়ে মেরে ফেলার বিস্ফোরক অভিযোগ, বাড়ছে উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি নেতার হত্যাকারিকে জেলের মধ্যেই পিটিয়ে মেরে ফেলার বিস্ফোরক অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে বিজেপি নেতা অজয় পন্ডিতকে হত্যার মামলায় মূল অভিযুক্ত অঙ্কিত গুর্জরকে তিহার জেলে আনা হয়। ২৯ বছরের এই যুবককে আজ সকালে মৃত অবস্থায় জেলের ভেতরে পাওয়া গেছে। জানা গেছে, চার জন মিলে তাকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে জেলের সুপারেনটেনডেন্ট পর্যন্ত জড়িত থাকতে পারেন বলে, সন্দেহ করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিহারের ডিজি সন্দ্বীপ গোয়েল জানালেন যে, তিন নম্বর জেলে বন্দি ছিল অঙ্কিত গুর্জর। আজ সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। জেল কর্তৃপক্ষ তার এই মৃত্যুর কারণের তদন্ত করছে। বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, বিজেপি নেতা বিজয় পণ্ডিতকে হত্যার অভিযোগে ২০১৫ সালে গ্রেফতার করা হয়েছিল অঙ্কিত গুর্জরকে। খুন ও তোলাবাজি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তার বাবা বিক্রম সিং অবশ্য দাবি করেছেন যে, কারারক্ষীদের তোলা দিতে রাজি হয় নি তার ছেলে, এজন্যই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে তিহার জেলে রাখা হয়েছিল তার ছেলেকে। যে অফিসারেরা তাকে পিটিয়ে হত্যা করেছে, তারা তার ছেলের কাছে ১০ হাজার টাকা তোলা দাবি করেছিল। টাকা দিতে রাজি না হওয়ায় হত্যা করা হয়েছে তাকে।

এদিকে, কয়েকমাস আগে এই জেলে মৃত্যু ঘটেছে লালু প্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ শাহাবুদ্দিনের। ২০০৪ সালে চার সাল থেকে তিহার জেলে বন্দী রয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর তাকে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মৃত্যুর খবর আসে। একসময় গ্যাংস্টার ছিলেন এই শাহাবুদ্দিন। পরবর্তীকালে রাজনীতিতে আসা।

একাধিক বড়বড় অপরাধীদের সঙ্গে যোগাযোগ ছিল তার। প্রায় চল্লিশটি মামলা ছিল তার বিরুদ্ধে। তিহারের আগেও একাধিক জেলে কাটিয়েছেন তিনি।শাহাবুদ্দিনের মৃত্যুর পর গ্যাংস্টার অঙ্কিত গুর্জর এর মৃত্যু শোরগোল ফেলে দিয়েছে তিহার জেলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? তার তদন্ত চলছে। বিজেপি নেতার হত্যাকারীর এভাবে অস্বাভাবিক মৃত্যু, রাজনীতিজগতেও যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!