এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেত্রী নন টার্গেট ছিলেন অন্য এক প্রভাবশালী নেতা? বিষ্ণুপুর গুলিকাণ্ডে বিস্ফোরক দিলীপ

বিজেপি নেত্রী নন টার্গেট ছিলেন অন্য এক প্রভাবশালী নেতা? বিষ্ণুপুর গুলিকাণ্ডে বিস্ফোরক দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার দিকেই নজর দিয়েছে। তার মধ্যে প্রধান দুটি দল হল বিজেপি এবং তৃণমূল। রাজনৈতিক জমি দখল করার জেরে হামেশাই এই দুই দলের মধ্যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক হানাহানি হতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সময় যত পেরোবে ততই এই হানাহানি আরো বেড়ে উঠবে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুর এলাকায় বিজেপির সভাপতির স্ত্রী যিনি নিজেও একজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত এলাকায়, তাঁর ওপরে হামলা করা হয়।

আর এই নিয়ে তুলকালাম শুরু হয়েছে গেরুয়া শিবিরে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, এই হামলা হবার কথা ছিল বুথ সভাপতি অরুণ নস্করের ওপর। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর কেন্দ্রের বুথ নম্বর 104 এ বিজেপি কর্মী রাধারানী নস্কর এবং অরুণ নস্কর বাস করেন। এদিন সকালে বাড়ির সামনে রাধারানী নস্কর বেরোতেই তিনি গুলিবিদ্ধ হন হঠাৎই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, গত 4 সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও দিবস পালন হয়েছিল রাজ্যে। আর তারপর থেকেই রাজ্যজুড়ে হানাহানির ঘটনা বেড়ে গেছে এবং এই হানাহানির পেছনে দিলীপ ঘোষ তৃণমুলকেই দায়ী করেছেন। এদিন ডায়মন্ড হারবারের ঘটনায় তৃণমূল নেতা জাহাঙ্গীরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, জায়গায় জায়গায় বোমা, গুলি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালি অঞ্চলেও বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি। আর সেই ঘটনায় দিলীপ ঘোষ অভিযোগের আঙুল তোলেন তৃণমূল নেতা শাহজাহানের দিকে। এছাড়াও এদিন দিলীপ ঘোষ জানান, খড়দা এবং কালনাতেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের ঘটনার দরুন এলাকার মানুষ এই মুহূর্তে চূড়ান্ত আতঙ্কিত। ঘটনার অব্যাহিত পরেই পুলিশ এলাকায় এসে উপস্থিত হয়। কিন্তু দুষ্কৃতীদের কাউকেই পুলিশ ধরতে পারেনি এখনো বলে জানা গেছে।

তবে এলাকাজুড়ে তল্লাশি অব্যাহত বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যজুড়ে একটার পর একটা হানাহানির ঘটনা যেভাবে হয়ে চলেছে, তা আটকাতে প্রশাসনের সদর্থক ভূমিকা সবথেকে বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!