এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > করোনা আবহেই সরকার ফেলার তোড়জোড় শুরু করল বিজেপি? শাসকশিবিরের 20 বিধায়কের বিস্ফোরক অভিযোগ!

করোনা আবহেই সরকার ফেলার তোড়জোড় শুরু করল বিজেপি? শাসকশিবিরের 20 বিধায়কের বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে এখন সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি মোটামুটি বন্ধ রয়েছে। কিন্তু এর মাঝেই এবার বিজেপির বিরুদ্ধে উঠল ঘোড়া কেনাবেচার অভিযোগ।

বিশেষ সূত্র মারফত খবর, গত শুক্রবার রাজস্থানের কংগ্রেসের 20 জন বিধায়ক বিজেপির বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। যেখানে তারা জানিয়েছেন, রাজস্থানে ঘোড়া কেনাবেচার মাধ্যমে সরকার ফেলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আর কংগ্রেস বিধায়কদের এই অভিযোগের প্রেক্ষিতে এখন রীতিমত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

যদিও বা বিজেপির পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, করোনা মোকাবিলায় রাজস্থান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই সেদিক থেকে নজর ঘোরাতেই বিজেপির বিরুদ্ধে এই ধরনের কুৎসা করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া বলেন, “গত দেড় বছর ধরে প্রশাসন পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ গেহলট সরকার। করোনা মোকাবিলায় চরম অব্যবস্থা রয়েছে। সেখান থেকে রাজ্যবাসীর দৃষ্টি ঘোরাতেই আমাদের দিকে কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর ফলে রাজ্যের শাসক দলের অভ্যন্তরীণ বিবাদ প্রকট হচ্ছে এবং সবাই বুঝতে পারছে যে, দলের বিধায়কদেরই কংগ্রেস বিশ্বাস করে না।” বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন সময় বিজেপির বিরুদ্ধে নানা রাজ্যের বিধায়কের ভাঙ্গানোর অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, সরকার গঠন নিয়ে যখন টালমাটাল পরিস্থিতি, তখন অন্য দল থেকে বিধায়করা এসে বিজেপিতে যোগ দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছে গেরুয়া শিবিরকে।

তাই এবারে করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে রাজস্থানে কংগ্রেসের সরকার ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, তাতে রীতিমত চাপে গেরুয়া শিবির। তবে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করায় কিছুটা হলেও চাপে হাত শিবির। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থানের রাজনৈতিক সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!