এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি নয়, নতুন দায়িত্ব পেয়ে মহুয়ার নতুন চ্যালেঞ্জ ‘অন্য’? তীব্র জল্পনা তৃণমূলের অন্দরমহলেই

বিজেপি নয়, নতুন দায়িত্ব পেয়ে মহুয়ার নতুন চ্যালেঞ্জ ‘অন্য’? তীব্র জল্পনা তৃণমূলের অন্দরমহলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি দলের বড়সড় সাংগঠনিক রদবদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝিয়ে দিয়েছেন যে, তিনি আগামীর জন্য টিম গঠন করতে শুরু করে দিলেন। একদিকে 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন যেমন তরুন মুখকে প্রাধান্য দিয়েছেন, ঠিক তেমনই এই তরুণ মুখ দিয়ে তিনি আগামী দিনে দলকে শক্তিশালী করবেন, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

তবে নিজের দলের সংগঠনকে চাঙ্গা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিলেও, যে সমস্ত নেতা-নেত্রীদের তিনি দায়িত্ব দিতে শুরু করেছেন, তাদের অনেকের বিরুদ্ধেই রয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ‌। স্বাভাবিকভাবেই বিভিন্ন জেলাতে নতুন দায়িত্ব পাওয়া অনেক তরুণ নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করায় এখন সংশয় দানা বাঁধতে শুরু করেছে তৃণমূলের কর্মী মহলে। সম্প্রতি নদীয়া জেলাকে এক করে দিয়ে তার সভাপতি করা হয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে।

বস্তুত, লোকসভা ভোটের পর মহুয়া মৈত্রকে কৃষ্ণনগরের জেলা সভানেত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর সেখানকার নানা বিধায়ক তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিল। মনে করা হয়েছিল, এবার হয়ত মহুয়া মৈত্রের ডানা ছেটে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তা তো হলই না, উল্টে তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে গোটা নদীয়া জেলা দেখার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্র যে নদীয়া জেলা রাজনীতিতে অনেকটাই বৃদ্ধি পেল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

এদিকে মতুয়া ভোটের কথা মাথায় রেখে পাঁচটি মতুয়া প্রভাবিত বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ অধীররঞ্জন বিশ্বাসকে।তবে এখন লাখ টাকার প্রশ্ন, এই জেলায় তৃণমূলের যে সমস্ত বিধায়ক বা জনপ্রতিনিধি রয়েছেন, যেমন অজয় দে থেকে শুরু করে অরিন্দম ভট্টাচার্য, রত্না ঘোষ থেকে শুরু করে দীপক চক্রবর্তী, তারা আদৌ নেতৃত্বের কথা ঠিকমত শুনবেন কি না, তা নিয়ে একটাসংশয় থেকেই যাচ্ছে।

যারা নতুন দায়িত্ব পেয়েছেন, তাঁরা অবশ্য মুখে বলছেন যে, সকলকে নিয়ে একসাথে চলা হবে। কিন্তু কাজের ক্ষেত্রে যে বারেবারেই তৃণমূলে খামতি দেখা গেছে, তা নতুন করে বলতে হবে না। সেদিক থেকে নদীয়া জেলায় নতুন দায়িত্ব পাওয়া নেতারা সকলকে নিয়ে কতটা সংঘবদ্ধ হয়ে পথ চলতে পারেন এবং তাদের কথা অন্যান্য নেতানেত্রীরা কতটা শোনেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!