এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি-র লোকজনই কি ‘‌আমরা দাদার অনুগামী’ নাম দিয়ে প্রচার চালাচ্ছে? সামনে এলো বিস্ফোরক তথ্য!

বিজেপি-র লোকজনই কি ‘‌আমরা দাদার অনুগামী’ নাম দিয়ে প্রচার চালাচ্ছে? সামনে এলো বিস্ফোরক তথ্য!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে তৃণমূলের অন্দরে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে বহু দিন ধরে। বস্তুত বহুদিন থেকে শুভেন্দু অধিকারী দলের কোনো কর্মসূচিতে যোগদান করেন না, উল্টে দলের ব্যানার নয় এমন অন্য ব্যানারের কর্মসূচিতে তাঁকে লক্ষ্য করা গেছে বহুবার, এই অভিযোগে বিরোধীদের মুখে তাঁর দল ছাড়ার আশঙ্কা প্রকাশ হতে দেখা গিয়েছিল।

অন্যদিকে ইতিমধ্যেই তাঁর নামে ‘আমরা দাদার অনুগামী’ এই পোস্টার লাগানো নিয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে শোরগোল পড়েছিল। তবে এরপরে রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে কম জলঘোলা হয়নি। সেখানে শুভেন্দু অধিকারীকে সমর্থন করে দলকে কার্যত দুটি ভাগে বিভক্ত হয়েছিল দেখা গেছে। যাদের মধ্যে একদল ছিল শুভেন্দু অধিকারীর মতাদর্শে বিশ্বাসী।

আর অন্য আর একদলের কথায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষের বান শুনতে হয়েছিল বারবার। তবে এদের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর দল ছাড়া প্রসঙ্গে তাঁর অনুগামী আরো একগুচ্ছ তৃণমূলের নেতা মন্ত্রীর দল ছাড়ার ঘটনা স্পষ্ট হয় ওঠে। আর বিশেষজ্ঞদের মতে, তারপরেই কার্যত তড়িঘড়ি শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাসকদলের সৌগত রায়।

তারপর থেকে তাঁর নামে রাজ্যের নেতা-মন্ত্রীরা পাখি পড়ার মতো গুনগানের বুলি গেয়ে রয়েছেন এমনটাই লক্ষ্য করা গেছে। তবে এক্ষেত্রে যতই তাঁর নামে পোস্টার লাগানো নিয়ে জলঘোলা হোক না কেন, সেক্ষেত্রে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাকেই তুলে ধরেছিলেন। যার মধ্যে অন্যতম ভাবে উঠে এসেছিল বিজেপির নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সম্প্রতি এই প্রসঙ্গে পাল্টা বিজেপিকে কটাক্ষ করতে দেখা গেল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রবিবার হাবড়ায় সাংবাদিকদের সামনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “শুভেন্দু রাজ্যের মন্ত্রী। তিনি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁর সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপি এই সব করছে।” প্রসঙ্গত উল্লেখ্য, এদিন হাবড়ায় নিকাশি ব্যবস্থা দেখতে যান তিনি।

এর পাশাপাশি এদিন চাকলা মন্দিরেও যেতে দেখা যায় মন্ত্রীকে। তারই মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই অভিযোগ করেন। এদিন তিনি আরো বলেন যে, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যত কম মুখ খুলবেন, ততই তাঁদের দলের মঙ্গল। তাঁর কথায়, “২০২১-এর বিধানসভা ভোটের পর বিজেপি বুঝতে পারবে, কত ধানে কত চাল।”

এর আগেও বিজেপির অনেক নেতা মন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, বাংলায় ২০০ আসনে জিতবে বিজেপি। এদিন এই প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০ আসন পাওয়ার যে স্বপ্ন তারা দেখছেন, সেটা এক সংখ্যায় এসে না দাঁড়ায়। তাঁর কথায়, মমতা ব্যানার্জি এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছেন। তাই তাঁর নাম বাংলার মানুষের হৃদয়ে লেখা আছে বলেই মনে করছেন তিনি।

আর তাই তাঁর মতে, সেই বাংলাকে দিলীপ ঘোষেরা গুজরাট বানাতে চাইলেও তাঁদের বাংলার মানুষ ভালভাবে নেবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি দাবি করেন যে, বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি আসনেই তৃণমূল জয়ী হবে। ফলে বিজেপি ২০০ আসনে জেতার স্বপ্ন দেখলেও তাঁরা একটি আসনও পাবে না বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!