এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি-র

দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি-র


গেরুয়া শিবিরের এক কর্মীকে আক্রমনের প্রতিবাদে সরব হলেন বিজেপি কর্মীরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর মণ্ডল দু’নম্বর কমিটি থেকে কোতোয়ালি থানা পর্যন্ত এই চলে বিক্ষোভ অভিযান। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ, বিজেপি নেতা সুখদেব নন্দী, তপন রায়-সহ অন্যরা। এরপরে থানায় স্মারকলিপি দিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, চলতি মাসের ১৭ তারিখে বিজেপি নেতা মদন দাসকে আক্রমন করে আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি। ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের মদত পুষ্ট ভানু দাস-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ওঠে। আহত বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করলেও দোষীরা এখনও অধরা। মূল অভিযুক্ত ভানু দাস পাল্টা মদন দাস ও তাঁর স্ত্রী সবিতা দাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, মদন দাস হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্ত্রীও দিনের বেশির ভাগ সময়েই স্বামীর কাছে হাসপাতালে থাকছেন। তাই এই অভিযোগ ভিত্তিহীন। জলপাইগুড়ি টাউন ব্লকের বিজেপি-র সাধারণ সম্পাদক পলেন ঘোষ বলেন, “আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। বেশ কয়েকজন আহত। থানায় অভিযোগ করা হয়েছে। অথচ অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন গ্রেফতার করছে না বোঝা যাচ্ছে না।” এদিন তিনি কার্যত হুমকির সুরেই জানালেন, দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবে বিজেপি।
এই বিষয়ে কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানালেন, দুই পক্ষের অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!