এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি অফিসে গেলেই বড়সড় উপহার, নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক যোগীর!

বিজেপি অফিসে গেলেই বড়সড় উপহার, নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক যোগীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-2022 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করতে এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। উত্তরপ্রদেশের মত সুবিশাল রাজ্যে যদি ক্ষমতা দখলে রাখা বিজেপির পক্ষে সম্ভব না হয়, তাহলে আগামীদিনে ভারত দখলে রাখতে তাদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই এই পরিস্থিতিতে 2022 সালে হতে চলা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আবার এখানকার ক্ষমতা দখলে রাখতে ইতিমধ্যেই নানা উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করতে শুরু করেছে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। এবার সোশ্যাল মিডিয়ায় মশগুল থাকা ছাত্র থেকে শুরু করে যুবদে জন্য নিয়ে আসা হল নতুন পরিকল্পনা।যেখানে বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের বিজেপির সমস্ত পার্টি অফিসে ফ্রি ওয়াইফাই জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর বিজেপির এই উদ্যোগ যে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের আগে মানুষের মন জয় করার অন্যতম কৌশল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই রাজ্যে থাকা তাদের সমস্ত পার্টি অফিসে ফ্রি ওয়াইফাই জোন হিসেবে গড়ে তোলা হবে। সেদিক থেকে পার্টি অফিসের পাশাপাশি বিভিন্ন শহর এবং বিভিন্ন জেলা সদরকেও এই ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। একাংশ বলছেন, এর ফলে বিজেপির পার্টি অফিসের ধারে কাছে প্রচুর মানুষের আনাগোনা তৈরি হবে। আর নির্বাচনের আগে বিজেপি এই কৌশল গ্রহণ করে বিরোধী দলগুলোকে চাপে রাখার চেষ্টা করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তাদের পার্টি অফিসে ফ্রি ওয়াইফাই জোন করার ফলে অনেক মানুষ ভিড় জমাতে শুরু করবেন। আর তাতেই কিছুটা হলেও শক্তিশালী হবে দল। এক্ষেত্রে যে বিজেপির সমর্থন বৃদ্ধি পাচ্ছে, তাও প্রকাশ্যে আনা সম্ভব হবে। পাশাপাশি এই ওয়াইফাই জোনের উপর নির্ভর করে অনেকেই ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হবেন। তাই নির্বাচনের আগে বিজেপির এই উদ্যোগ যে যথেষ্ট নজিরবিহীন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করার খবর সামনে আসতেই থাকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, নির্বাচনের আগে শুধুমাত্র চমকের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি। তাই উত্তরপ্রদেশের ক্ষমতা তাদের দখলে থাকবে না জেনেই ফ্রি ওয়াইফাই জোনের বিষয়টি সামনে এনে মানুষের মন জয় করার চেষ্টা করছে তারা।

একাংশের দাবি, একদিকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অন্যদিকে একাধিক ইস্যুকে সামনে রেখে বিরোধীরা ইতিমধ্যেই উত্তরপ্রদেশ দখলের জন্য ময়দানে নেমে পড়েছে। যাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাকফুটে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এখন বিজেপির পক্ষ থেকে নির্বাচনের আগে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার পাশাপাশি একাধিক চমকপ্রদ এবং উল্লেখযোগ্য কাজকর্মের মধ্যে দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়ার কৌশল গ্রহণ করা হচ্ছে। আর তার অন্যতম নয়া মাধ্যম যে ফ্রি ওয়াইফাই জোনের সুবিধা প্রদান, সেই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিজেপির এই উদ্যোগ আগামী দিনে তাদের নির্বাচনী ফলাফলকে কতটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!