এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি অফিসের সন্নিকটে বোমা উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য!

বিজেপি অফিসের সন্নিকটে বোমা উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলায় ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির। বিভিন্ন জায়গায় তাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা গেছে বিজেপি নেতাদের। আর এই পরিস্থিতিতে এবার বিজেপির রাজ্য দপ্তরের অফিসের কাছে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্যের প্রধান বিরোধী দলের অফিসের সন্নিকটে এই ধরনের বোমা উদ্ধার হওয়ার ঘটনা রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এলাকাজুড়ে। ইতিমধ্যেই সেই বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার বিজেপির রাজ্য দপ্তরের অফিসের সামনে 51 টি তাজা বোমা উদ্ধার হয়। মূলত কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এই ব্যাপারে একটি তথ্য সংগ্রহ করে। আর তারপরই হেস্টিংসের পৌঁছে চারটি বস্তা উদ্ধার করে তারা। যে বস্তাগুলো থেকে প্রায় 51 টি তাজা বোমা উদ্ধার হয়। আর ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই যখন বিজেপির পক্ষ থেকে হিংসার অভিযোগ করা হচ্ছে, তখন তাদের রাজ্য দপ্তরের কিছু পাশে এভাবে বোমা উদ্ধারের ঘটনা রীতিমত প্রশ্ন তুলে দিল।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলা বাহুল্য, বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযোগ করা হয়, রাজ্য বোমা-গুলির আঁতুড়ঘর হয়ে গিয়েছে। ‌পাশাপাশি ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বলেও অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে, এমন অভিযোগও উঠতে দেখা গেছে।

শুধু তাই নয়, রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং গুলি ও বোমা বাড়বাড়ন্তের কারণে উষ্মা প্রকাশ করতে দেখা গেছে রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকরকে। আর এই পরিস্থিতিতে এবার কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরের অফিসের কাছাকাছি 51 টি তাজা বোমা উদ্ধার নানা প্রশ্ন এবং আতঙ্ক তৈরি করল। সব মিলিয়ে তদন্তের পর এই ব্যাপারে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!