এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এদিন ফের তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মকে আক্রমণ ও হামলার অভিযোগ তুললো বিজেপি। মালদহের মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী বিউটি মন্ডলকে মারধর করেছে তৃণমূল নেত্রী তথা প্রাক্তন প্রধান সাকিলা বিবি, তাঁর ছেলে সানোয়ার সহ বেশ কয়েকজন অভিযোগ এমনটাই।

জানা যাচ্ছে যে, বিউটিদেবী মানিকচক ব্লক দফতরে বৈঠকের পর দলীয় কাজ সেরে রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন।হঠাৎ সাকিলা বিবি, তাঁর ছেলে সানোয়ার সহ বেশ কয়েকজন তাঁর পথ আটকায়। দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা। মোটরবাইক থেকে ঠেলে তাকে নামানো হয়। করা হয় মারধর। এর পরেই তারা বিজেপি নেত্রীর শ্লীলতাহানি করার চেষ্টাও করে বলে অভিযোগ। এর মধ্যে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন চলে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালান বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে মানিকচক থানায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন ও তদন্তে নেমেছে বলে জানা গেছে যদিও অভিযুক্তরা এখনো পলাতক। ঘটনার অভিযোগ জানানো হয়েছে মানিকচক থানায়। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা ঘটনার পর গা ঢাকা দিয়েছেন। তবে বিজেপির তোলা এমন অভিযোগের কথা অস্বীকার করেছ তৃণমূল কংগ্রেস।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!