এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত কসবা!

বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত কসবা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয় দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় তৃণমূল প্রার্থীদের উপর আক্রমণ হয়েছিল বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি প্রকাশ্যে আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ মন্ডলকে দৌড়তে পর্যন্ত দেখা গিয়েছে। আর এই পরিস্থিতিতে এবার চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে না হতেই অশান্তির খবর সামনে আসতে শুরু করল। যেখানে কসবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করল তৃণমূল কংগ্রেস‌। যার ফলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সূত্রের খবর, এদিন সকালে ভোট শুরু হতে না হতেই বিভিন্ন জায়গা পরিদর্শনে যান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। আর এই সময় বুথের বাইরে তাকে ঘিরে ধরে তৃণমূলের কর্মীরা। যেখানে বহিরাগত বলার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূলের স্লোগান দিতে দেখা যায় শাসক দলের নেতা-কর্মীদের‌‌। স্বাভাবিক ভাবেই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। আর গণতান্ত্রিক পরিবেশে যেভাবে এক দলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হল, তাতে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, এবারের নির্বাচনে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কোনো দল এক পক্ষকে জায়গা ছাড়তে নারাজ। তাই চতুর্থ দফার নির্বাচনে বিজেপি প্রার্থীকে ঘিরে রীতিমত বিক্ষোভ দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে চাপে রাখতে চাইল তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনে যখন সকল রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে, তখন এভাবে বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখানো কি সত্যিই যুক্তিযুক্ত! এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

আগামী নির্বাচনের সময় এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রতি মুহূর্তে সচেষ্ট নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও যেভাবে ভোটের দিন বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখানো হল, তাতে রীতিমত তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!