এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি প্রার্থীকে সমর্থন না করে ভুল করলেন মমতা! তুঙ্গে জল্পনা!

বিজেপি প্রার্থীকে সমর্থন না করে ভুল করলেন মমতা! তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাষ্ট্রপতি পদে কার্যত একজোট হয়ে বিরোধীদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে যশবন্ত সিনহাকে। তবে এনডিএ অবশ্য মাস্টারস্ট্রোক দিয়ে প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে। সব কিছু ঠিকঠাক থাকলে দ্রৌপদী মুর্মুর জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে এবার রথযাত্রার দিন গোটা বিষয়ে আক্ষেপ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি যদি আগে জানতেন দ্রৌপদী মুর্মু প্রার্থী হবে, তাহলে তিনি অন্যভাবে ভাবতেন বলে জানিয়ে দিলেন বাংলার প্রশাসন প্রধান।

সুখের খবর, এদিন ইসকনের রথযাত্রায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি যে আদিবাসী মহিলাকে প্রার্থী করবে, সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। দ্রৌপদী মুর্মুকে এনডিএ প্রার্থী করবে, সেটা জানলে অন্যভাবে ভাবতাম।”

স্বভাবতই মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, বিজেপির তরফে প্রার্থীকে সমর্থন না করে হয়ত বা তিনি ভুল খেলা খেলে ফেলেছেন। মূলত তার কথার মধ্যে দিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!