এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি প্রার্থীকে তাড়া, গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃনমূল!

বিজেপি প্রার্থীকে তাড়া, গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃনমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অষ্টম তথা শেষ দফার নির্বাচনে বীরভূম জেলার আসনগুলোতে কেমন নির্বাচন হবে, তা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিলেন সকলে। তবে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বেড়েছে। আর নির্বাচন চলার সময় এবার ব্যাপক উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ইলামবাজার এলাকা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইলামবাজারে গিয়ে আক্রমণের মুখে পড়তে হল বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে।

অভিযোগ, তৃণমূল কর্মীরা তাকে লাঠি এবং বাঁশ দিয়ে তাড়া করেন। পরবর্তীতে তার গাড়িও ভাঙচুর করা হয়। যার ফলে কোনোরকমে নিজের প্রাণ নিয়ে এলাকা ছাড়েন হেভিওয়েট এই বিজেপি প্রার্থী। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। অষ্টম তথা শেষ দফার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কোন রকম চেষ্টা কসুর রাখেনি নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও বীরভূম জেলায় শেষ মুহূর্তে এই অশান্তি এখন রীতিমত উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইলামবাজার থানার ধরমপুর অঞ্চলের ডোমনপুর গ্রামে বোলপুরের বিজেপি প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। জানা গেছে, এদিন সেখানে বিজেপি প্রার্থী পৌছতেই তার ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। যেখানে বিজেপি কর্মীদের পক্ষ থেকে বাধা দিতে গেলে ব্যাপক সংঘর্ষ তৈরি হয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ। তবে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

পর্যবেক্ষকদের একাংশ বলেছেন, গণতন্ত্র হল উৎসব। পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা, যে কোনো নির্বাচনেই বীরভূম জেলা খবরের শিরোনামে থাকে। এক্ষেত্রে এই জেলায় ব্যাপক সন্ত্রাস করা হয় বলে অভিযোগ উঠতে শুরু করে। তবে এবার অশান্তি আটকাতে প্রথম থেকেই সচেষ্ট ছিল নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও যেভাবে শেষ দফার নির্বাচনের দিন বিজেপি প্রার্থী হামলার মুখে পড়লেন, তাতে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!