এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অনুব্রত!

বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অনুব্রত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের অষ্টম তথা শেষ দফার নির্বাচনে সকলের নজর ছিল বীরভূম জেলার দিকে। বারবার নির্বাচনের সময় খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় এই জেলাকে। স্বাভাবিক ভাবেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বীরভূম জেলার নির্বাচন নিয়ে সকলে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। নির্বাচনের অনেক আগে থেকেই “খেলা হবে” বলে জানিয়ে এসেছিলেন অনুব্রত মণ্ডল। যাকে কেন্দ্র করে বিরোধীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছিল নির্বাচন কমিশনে।

এমনকি নির্বাচনের আগে নজরবন্দি করা হয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে এত কিছু সত্ত্বেও অষ্টম তথা শেষ দফার নির্বাচনে বীরভূমের বেশ কিছু জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করে। যেখানে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেখানে বিজেপি প্রার্থী নিজেই নিজের গাড়ি ভাঙতে পারে বলে দাবি করতে দেখা গেল তাকে। বস্তুত, বৃহস্পতিবার ভোটপর্ব শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আর সেখানেই সাংবাদিকদের তরফে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “বিজেপি প্রার্থীর একটাই কাজ এজেন্সি দিয়ে পতাকা লাগানো এবং সংবাদমাধ্যমের সামনে মুখ দেখানো। কে বলেছে গাড়ি ভাঙ্গা হয়েছে! উনি হয়ত গাড়িতে বসেছিলেন, সেইসময় টাকা দিয়ে কাউকে ফিট করে রেখেছিলেন। আর তাদেরকে বলেছিলেন, আমার গাড়িটা ভেঙে দাও। এমনটাও তো হতে পারে।”

আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একাংশের প্রশ্ন, টিভি চ্যানেলে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডল এই ধরনের মন্তব্য করলেন কেন? কেন তিনি গোটা ঘটনাকে কার্যত পাত্তা না দিয়ে এটা বিজেপি প্রার্থীর চক্রান্ত হতে পারে বলে বোঝানোর চেষ্টা করলেন! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা, লোকসভা থেকে শুরু করে বিধানসভা, প্রতিটি নির্বাচনের আগেই খবরের শিরোনামে উঠে আসেন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে ভোটের আগে তার বিভিন্ন গরমাগরম বক্তব্য বিরোধীদের কাছে প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়। বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, অনুব্রত মণ্ডলের ইন্ধনে বীরভূম জেলা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এক্ষেত্রে ভোটবাক্সে তৃণমূলের বিরুদ্ধে বারবার ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। কিন্তু অতীতের মত এবারও সেই অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরবন্দি করা হয়েছিল।

তবে তার পরেও বোলপুরের বিজেপি প্রার্থীর গাড়ি ভাংচুরের ঘটনা রীতিমত সরগরম করে তুলেছিল বীরভূম জেলা রাজনীতিতে। তবে এই গোটা ঘটনায় যখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তখন তা কার্যত নস্যাৎ করে দিয়ে বিজেপি প্রার্থী নিজেই নিজের গাড়ি ভাঙচুর করে থাকতে পারে বলে বিস্ফোরক দাবি করে রীতিমতো শোরগোল তুলে দিলেন অনুব্রত মণ্ডল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!