এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির “পিসি ভাইপো” তত্ত্বের জবাব দিল তৃণমূল! বড়সড় অস্বস্তির মুখে অধিকারী পরিবার!

বিজেপির “পিসি ভাইপো” তত্ত্বের জবাব দিল তৃণমূল! বড়সড় অস্বস্তির মুখে অধিকারী পরিবার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে পরিবারতন্ত্র চলছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ নতুন কিছু নয়। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর তিনিও সেই অভিযোগ করতে শুরু করেছিলেন। এমনকি বিজেপির পক্ষ থেকে ছোট থেকে বড়, মেজো সমস্ত স্তরের নেতারা যে কোনো জনসভা থেকে রাজ্যে পিসি-ভাইপোর সরকার চলছে বলে কটাক্ষ করেন।

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যে আক্রমণ করেন বিজেপি নেতারা, তা বলাই যায়। তবে বিজেপির পক্ষ থেকে যখন রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা “পিসি- ভাইপো” নিয়ে তৃণমূলকে অভিযোগ করছেন, তখন পাল্টা অধিকারী পরিবারকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। স্বভাবতই পরিবার তন্ত্র নিয়ে এখন কার্যত জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে তিনি লেখেন, “বিধায়ক পদপ্রার্থীর বাবা একজন লোকসভার সাংসদ। তার ভাই লোকসভার সাংসদ। আরেক ভাই পৌরসভার চেয়ারম্যান। এক পরিবার থেকে চারজন। আর বিজেপি আবার অন্য দলকে জ্ঞান দেয়।” অর্থাৎ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কথা তুলে ধরে তার পরিবারের রাজনৈতিক প্রতিপত্তি এবং পদের কথা তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূলের এই রাজ্যসভার নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে শুভেন্দু অধিকারী অতীতে মন্ত্রী এবং বিধায়ক ছিলেন। পাশাপাশি তার বাবা শিশির অধিকারী সাংসদ এবং তার আরেক ভাই দিব্যেন্দু অধিকারীও সাংসদ। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর আরেক ভাই সৌমেন্দু অধিকারী একটি পৌরসভার চেয়ারম্যান। তাই সেই সমস্ত ব্যক্তিদের কথা তুলে ধরে বিজেপি “পিসি-ভাইপো” নিয়ে যতই আক্রমণ করুক না কেন, তারা আগে নিজেদের দিকে মনোযোগ দিন বলেই বোঝানোর চেষ্টা করলেন ডেরেক ও’ব্রায়েন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। যেখানে বিজেপির পক্ষ থেকে পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে, সেখানে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর পরিবার তুলে ধরে গেরুয়া শিবিরকে আক্রমন করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। হাতে আর মাত্র একটা দিন বাকি।

তারপরেই দ্বিতীয় দফায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে লড়াই ক্রমশ জমে উঠেছে। আর এই পরিস্থিতিতে পরিবারতন্ত্র নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে পাল্টা যুক্তি তুলে ধরে অধিকারী পরিবারকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!