এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মিথ্যে মামলা দায়েরের অভিযোগে এবার থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি, অস্বস্তিতে প্রশাসন

মিথ্যে মামলা দায়েরের অভিযোগে এবার থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি, অস্বস্তিতে প্রশাসন


দীর্ঘদিন ধরেই রাজ্যে গণতন্ত্র নেই এবং পুলিশ প্রশাসনকে তৃণমূল নিজেদের মতো ব্যবহার করে বিরোধী দলের ওপর অত্যাচার চালাচ্ছে বলে সরব হতে দেখা গেছে রাজ্য বিজেপি নেতাদের। এমনকি এই ব্যাপারে বিভিন্ন সময়ে আন্দোলনেও নেমেছে গেরুয়া শিবির।

সম্প্রতি সংসদে বাংলার অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে বাংলার 18 জন বিজেপি সাংসদকে। আর বাংলার অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যখন বিজেপি সরব হয়ে উঠছে, ঠিক তখনই এবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ দুই হাজার কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং দলীয় কর্মীদের বাড়িতে পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকারের নেতৃত্বে মিছিল করে বিজেপি কর্মীরা থানার সামনে গিয়ে তাদের অবস্থান বিক্ষোভ শুরু করেন। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম চক্রবর্তী, নীলাঞ্জন রায় সহ জেলা নেতৃত্বরা। কিন্তু কেন এই থানা অবস্থান কর্মসূচি!

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার বলেন, “গত 8 জুন শান্তিপূর্ণ নাগরিক সংবর্ধনায় পুলিশ লাঠিচার্জ করে এবং দিলীপ ঘোষ সহ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। তারপর থেকেই প্রত্যেকদিন রাতে আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকেদের উপর পুলিশ অত্যাচার চালাচ্ছে। গঙ্গারামপুর মন্ডলের সভাপতি মণিরত্ন সাহাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনে কিছুটা সাফল্য পাওয়ার পর এবার বিজেপির টার্গেট 2021 এর বিধানসভা নির্বাচন। আর তাই তো তার আগে বাংলায় গণতন্ত্র নেই বলে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হতে দেখা যাচ্ছে তাকে। আর এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে থানার সামনে অবস্থান করে রাজ্যের পুলিশিরাজের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের বিরুদ্ধে আরও সোচ্চার হল গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!