এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির পরম্পরায় বাধা তৃণমূলের, রক্তদান শিবিরেও বিভেদ! শাসকের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ!

বিজেপির পরম্পরায় বাধা তৃণমূলের, রক্তদান শিবিরেও বিভেদ! শাসকের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় বসার পর থেকেই রাজ্যের হিংসা নিয়ে সরব হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন ক্ষেত্রে যে কোনো কর্মসূচি নিতে গেলে অতীতের মত বিজেপি নেতা কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আর ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে 42 বছর ধরে রক্তদান শিবির করা হলেও, এবার সেই রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।

যার পরিপ্রেক্ষিতে রীতিমত তৃণমূল সরকারের বিরুদ্ধে অবস্থানে বসে পড়লেন বিজেপিতে রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দীর্ঘ বছর ধরে চলা পরম্পরাকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার এবং প্রশাসন বাধা দিয়েছে, তার বিরুদ্ধে সরব হতে দেখা গেল তাকে। যার ফলে রক্তদান শিবিরকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভেদ এবং দড়ি টানাটানি প্রকাশ্যে চলে এল।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়‌। আর সেই কর্মসূচি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু 42 বছর ধরে এই রক্তদান শিবির পালন করা হলেও, এবার তাতে রাজ্য সরকার অনুমতি দেয়নি। আর এর পরিপ্রেক্ষিতেই সোচ্চার হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। রাজ্যের পক্ষ থেকে অনুমতি না পাওয়ার জন্য রীতিমত ধরনায় বসে পড়েন বিজেপি নেতা কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যেভাবে রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে কার্যত ধরনায় বসে পড়ল ভারতীয় জনতা পার্টি, তাতে তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রশাসন যথেষ্ট চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ক্ষুদ্র, সংকীর্ণ ও নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। 42 বছর ধরে চলা রক্তদান শিবির পালন করতে দেওয়া হল না। সেই কারণেই আমাদের এই প্রতিবাদ। তৃণমূল কংগ্রেস সব কিছুতে রাজনীতি করছে।”

একাংশের প্রশ্ন, বর্তমানে করোনা পরিস্থিতি রয়েছে। বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা দিচ্ছে। সেদিক থেকে দীর্ঘ পরম্পরা পালন করতে বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবির করা হলেও, কেন সেখানে বাধা দেওয়া হল? এর ফলে তো তৃণমূলের বিরুদ্ধে আরও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বিজেপি সরব হতে পারে! যার ফলে তো আদতে বিরম্বনা বাড়বে তৃণমূল কংগ্রেস সরকারের।

এক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দল বলেই কি বিজেপিকে এই কর্মসূচি পালন করতে দেওয়া হল না? 42 বছর ধরে চলা রক্তদান শিবির বন্ধ করে দেওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে এমনই সব প্রশ্ন তুলে সরব হচ্ছে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!