এখন পড়ছেন
হোম > জাতীয় > গোবরে জন্মেছেন, তাই করোনা নাকি ছুঁতেও পারবে না! প্রভাবশালী বিজেপি মন্ত্রীর দাবিতে হাসির রোল!

গোবরে জন্মেছেন, তাই করোনা নাকি ছুঁতেও পারবে না! প্রভাবশালী বিজেপি মন্ত্রীর দাবিতে হাসির রোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: করোনা মহামারী মানুষের চিরাচরিত অভ্যাসকে বদলে দিয়েছে। ঘরে থেকেও যে সকলের উপকার করা যায়, তা প্রমাণ করে দিয়েছে ভয়াবহ এই ভাইরাস। এখনও পর্যন্ত সেভাবেই ভাইরাসকে মোকাবিলা করার মতো কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। নানা মহলে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে। তবে এরই মাঝে ভারতবর্ষের বিভিন্ন নেতা-মন্ত্রীদের কথায় করোনাকে দূরীকরণের নানা টোটকা উঠে আসতে দেখা গেছে।

কেউ বা করোনাকে দেবতা ভেবে পুজো করে তা চলে যাবে বলে জানিয়েছেন, আবার কেউবা গোবরে জন্মেছেন, তাই করোনা তাকে ছুঁতেও পারবে না বলে দাবি করেছেন। স্বাভাবিকভাবেই নেতা-মন্ত্রীদের মুখ থেকে এহেন হাস্যরসাত্মক বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হতে শুরু করেছে। সূত্রের খবর, এবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবীর একটি বিবৃতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

জানা যায়, গত 3 সেপ্টেম্বর মধ্যপ্রদেশের এই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে যখন সাক্ষাৎ করে ফিরছিলেন, তখন তাকে সাংবাদিকরা করোনার বিষয়ে প্রশ্ন করেন। আর সেই সময়ে তিনি বলেন, “ইমারতি কাদা মাটিতে জন্মেছেন, গোবরের মধ্যে জন্মেছেন। করোনা আমার কিছুই করতে পারবে না। আমার করোনা হয়েছে, এমন ধারনা শুধু আপনার হয়েছে। এই মাস্কটাও জোর করে পড়েছি।”

আর বিজ্ঞান সচেতনতার যুগে গোবরে জন্মেছেন, তাই করোনা হবে না বলে হেভিওয়েট মন্ত্রী যে বক্তব্য প্রদান করেছেন, তা মুহূর্তের মধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করে। যা নিয়ে হাসির রোল উঠতে শুরু করে বিশেষজ্ঞদের মধ্যে। এইভাবে যদি মন্ত্রীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে শুরু করেন, তাহলে সাধারন মানুষ কিভাবে সচেতন হবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। করোনা ভাইরাস যখন সকলের কাছে চিন্তার বিষয়, তখন মধ্যপ্রদেশের হেভিওয়েট মন্ত্রী কেন এইরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন! তা এখন চর্চার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!