এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কাজ এগিয়ে রাখছে বিজেপি, প্রার্থির নাম ছাড়াই চলছে দেওয়াল লিখন, জেনে নিন

কাজ এগিয়ে রাখছে বিজেপি, প্রার্থির নাম ছাড়াই চলছে দেওয়াল লিখন, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এখনও বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ‘মুখ’ সামনে আসেনি। কিন্তু তার আগেই প্রার্থির নাম ছাড়াই বিজেপির দেওয়াল লিখন চলছে বলে জানা গেছে। বীরভূমের ইলামবাজার, উত্তর ২৪ পরগনার বনগাঁতে উঠে এসেছে সেই ছবি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও বিজেপি দেওয়াল লেখা শুরু করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বুথে বুথে কর্মিসভা করছেন। সেখানে ইলামবাজারে ‘তৃণমূলকে ভোট দিন’ বলে দেওয়াল লেখা হচ্ছে বলেও জানা গিয়েছিল। তবে সকলের কথাতেই বিজেপির মত এভাবে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে কোথাও দেওয়াল লেখা হয়নি। এক্ষেত্রে স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, ”এখানে আমরা বিজেপির মিথ্যা প্রচার আটকাতেই দেওয়াল লেখা শুরু করেছি।”

তবে সেইসঙ্গে, বিজেপি-র দেওয়াল লেখার ঘটনাকে কটাক্ষ করতে দেখা গেছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। এদিন তিনি বলেন, ”ওই সব দেওয়াল লিখন দেখে একটাই কথা বলতে চাই, এটা হল বিজেপির বর্তমান অবস্থার প্রতীক। যে জায়গা ফাঁকা রাখা হয়েছে, সেখানে আদি বিজেপি-র নাম বসবে না কি তত্‍কাল বিজেপি-র নাম বসবে, সেটা এখনও ওঁরা নিজেরাই বুঝতে পারছেন না!”

তবে অন্যদিক, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, ”আমরা কর্মীদের নির্দেশ দিয়েছি সারা রাজ্যে দেওয়াল লেখা শুরু করতে। বিজেপির কথা, কেন্দ্রীয় সরকারের কথা, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প এবং তার সাফল্য তুলে ধরতে বলা হয়েছে।” তবে তাঁর কথায়, প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখার কোনও নির্দেশ তাঁরা পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তাঁর মতে কর্মীরা হয়তো কোথাও কোথাও অতি উত্‍সাহে ওই সব করেছেন বলেই মনে করছেন তিনি। অন্যদিকে, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র পূর্ব চাঁদপাড়ায় বিজেপির স্থানীয় এক মণ্ডল সভাপতি জানিয়েছেন, গত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুর জেতার পর এলাকায় দলের সংগঠন অনেক মজবুত হয়েছে। তাঁর কথায়, ”দলের নির্দেশে প্রাথমিক ভাবে দেওয়ালে প্রতীক আঁকা হচ্ছে।”

তবে প্রার্থীর নাম ঘোষণার পর পূর্ণোদ্যমে দেওয়াল লিখন শুরু হবে বলেও জানান তিনি। সেইসঙ্গে তিনি জানান যে, ২০২১ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। আগে থেকে তা জানান দেওয়ার জন্যই দেওয়াল লেখার এই কর্মসূচি নিয়েছেন তাঁরা। অন্যদিকে, বনগাঁ দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিত্‍ বিশ্বাসের কথায়, ”বিজেপি একটি রাজনৈতিক দল। তারা তাদের প্রস্তুতি নেবে।”

তবে এক্ষেত্রে তিনি মনে করেছেন যে, ”সিপিএমের ভোট নিয়ে ২০১৯-এ কিছু লোকসভা কেন্দ্রে জিতেছে বিজেপি। কিন্তু এবার এখানে সমস্ত বুথে বিজেপি এজেন্ট দিতেই পারবে না। সিপিএম ভোট না দিলে তৃতীয় স্থানে চলে যাবে।” অন্যদিকে, বিজেপি-র জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, ”আমরা প্রচারে এগিয়ে থাকতে চাই।”

আর সেক্ষেত্রে মানুষ যাতে তাঁদের উপস্থিতি বুঝতে পারেন, সেটাই তাঁদের উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আপাতত ইলামবাজার এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। দ্রুত জেলা জুড়ে কাজ শুরু হবে।” অন্যদিকে, বিজেপি-র তমলুক জেলা সভাপতি, আগামী সপ্তাহ থেকে অন্য বিধানসভাগুলিতেও প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লেখার কাজ শুরু হবে বলেই জানিয়েছেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!