এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি সভাপতি ও যুব সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে! বিধানসভার আগে অস্বস্তি প্রকট গেরুয়া শিবিরে

বিজেপি সভাপতি ও যুব সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে! বিধানসভার আগে অস্বস্তি প্রকট গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে অনেক আসনে পরাজিত হতে হয়েছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। কিন্তু এবার তৃণমূলের সেই পথেই কি হাঁটছে ভারতীয় জনতা পার্টি? আগামী বিধানসভা নির্বাচনে তারা বাংলার ক্ষমতা দখল করবে বলে পন করেছে। কিন্তু সেই প্রতিজ্ঞা করতে গিয়েই বিজেপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসছে।

অভিযোগ, গত 1 জুলাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ীকে নিগ্রহ করার অভিযোগ ওঠে জেলা বিজেপির যুব সভাপতি ভক্তকুমার রায়ের বিরুদ্ধে। আর এরপরই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। যেখানে তৃণমূলকে চাপে ফেলা বিজেপির কাছে এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত, সেখানে জেলা সভাপতি বনাম যুব সভাপতি মধ্যেকার এই গন্ডগোল নিঃসন্দেহে বিজেপি নেতা কর্মীদের মনে সৃষ্টি করে হতাশার।

জানা যাচ্ছে, এই ঘটনার পরেই এবার জেলা বিজেপির পক্ষ থেকে জেলার যুব সভাপতি ভক্ত কুমার রায়কে শোকজ করা হয়েছে। যার পরে আরো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, “আমাদের দল অত্যন্ত শৃঙ্খলা পরায়ন। সেই জায়গায় দাঁড়িয়ে ভক্তবাবু এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্য অপরিচিত কয়েকজন যে আচরণ করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে দলের নিয়ম অনুযায়ী আমরা চটজলদি কাউকে তিরস্কার করি না। বরং শোধরানোর চেষ্টা করা হয়। আমার সঙ্গে অভব্য আচরণ করার জন্য তাকে শোকজের চিঠি ধরানো হয়েছে। চিঠির উত্তর রাজ্য কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। উত্তর পেয়ে রাজ্য কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” সত্যিই তো তাই কেন তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে জেলা সভাপতিকে হেনস্থা করলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পাল্টা সেই ভক্ত কুমার রায় বলেন, “আমাদের দলীয় কার্যালয়ে সিসিটিভি রয়েছে। তার ফুটেজে দেখা হোক। আমরা আমাদের কিছু দাবি নিয়ে জেলা সভাপতির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তিনি আমাদের কথা শুনতে চাননি। তারপর তার সঙ্গে আমাদের উত্তপ্ত বাদানুবাদ হয়েছে। কিন্তু আমি কখনই বহিরাগতদের নিয়ে গিয়ে জেলা সভাপতিকে ধাক্কাধাক্কি করিনি। এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ।”

বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনে বিজেপির অন্দরে এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। যদি বিজেপি এভাবেই তাদের নেতৃত্বের মধ্যে গন্ডগোল চালাতে থাকে, তাহলে তাদের কর্মীদের মধ্যে যেমন হতাশা তৈরি হবে, ঠিক তেমনই মানুষ বিজেপির প্রতি বিশ্বাস রাখতে পারবে না। ফলে 2021 এ বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ভেস্তে যাবে বলে দাবি করছে একাংশ। এখন শৃঙ্খলা রক্ষা করতে জেলা নেতৃত্বের পক্ষ থেকে জেলা যুব বিজেপি সভাপতিকে শোকজ করা হলেও, তিনি শোকজের কি উত্তর দেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!