এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


BJP-র জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি আর তৃণমূলের মধ্যে সারাক্ষণই প্রায় হাতাহাতি লেগেই আছে বলা চলে| শুধু কোনো এক ছুত চাই| এবারও ঠিক তাই হয়েছে| সামান্য যান চলাচলকে কেন্দ্র করে বচসা বাঁধে দুই দলের মধ্যে| ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগরের পাতি কলোনি এলাকায়| আজ দুপুরে তৃণমূলের কার্যালয়ের সামনে যান চলাচলকে কেন্দ্র করে গন্ডগোল হয় দুই দলের মধ্যে। এই ঘটনায় BJP-র জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে।

BJP-র অভিযোগ অনুযায়ী যান নিয়ন্ত্রণের নাম করে এলাকায় দাদাগিরি দেখাচ্ছিল তৃণমূল কর্মীরা। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন BJP-র জেলা সভাপতি| সেখানেই তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ এই গন্ডগোলের মূল্যে BJP-র জেলা সভাপতি। তিনিই নাকি এইসব শুরু করেন তাই মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। গেরুয়ারাও কিছুতে কম যায়না| পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মী-সমর্থকরা। প্রায় আধঘণ্টা অবরোধ চালায় তারা| তারপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!