এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবারের পঞ্চায়েতের ‘হিংসার প্রথম বলি’ হয়ে প্রাণ হারালেন বিজেপির সাম্ভাব্য প্রার্থী

এবারের পঞ্চায়েতের ‘হিংসার প্রথম বলি’ হয়ে প্রাণ হারালেন বিজেপির সাম্ভাব্য প্রার্থী


রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম শহীদ হলেন বাঁকুড়ায় রানিবাঁধের বিজেপি নেতা অজিত মুর্মু। ৪২ বছরের অজিত মুর্মু ছিলেন বাঁকুড়ার রানিবাঁধ মণ্ডলের সম্পাদক। আসন্ন নিবার্চনে বিজেপির তরফ থেকে তিনি মনোনয়নও পেয়েছিলেন। বুধবার বিডিও অফিসে দলের অন্যান্য প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন অজিত মুর্মু। আর বিডিও অফিসের সামনেই বিজেপির নেতা কর্মীদের ওপর আচমকা আক্রমন করে তৃণমূলের মদতপুষ্ঠ দুষ্কৃতিরা বলে অভিযোগ বিজেপি শিবিবের। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা বাঁকুড়া-রানিবাঁধ সড়ক অবরোধ করেন। এরপরে অবরোধ উঠিয়ে দিতে সেখানে উপস্থিত হয় পুলিশ।

গেরুয়া শিবিরের অভিযোগ এই সময় পুলিশের সাথেই আসে সেই সব দুষ্কৃতিরা। এইসময়ে লাঠি, রড নিয়ে তারা বিজেপি কর্মীদের ওপর আক্রমন চালায়। গুরুতর আহত অজিত মুর্মুকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাঁকুড়া সম্মেলনী হাসপাতালেই মৃত্যু হয় বিজেপি মনোনীত প্রার্থী অজিত মুর্মুর। ঐ হাতাহাতির ঘটনায় অন্য আরেক গুরুতর আহত তৃণমূল কর্মী কালোবরণ দাস। তাঁকেও শুরুতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!