এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির রাজবংশী ভোটে থাবা দিতে গিয়ে হিমন্ত-নিশীথের মাস্টারস্ট্রোকে ল্যাজে-গোবরে ঘাসফুল শিবির

বিজেপির রাজবংশী ভোটে থাবা দিতে গিয়ে হিমন্ত-নিশীথের মাস্টারস্ট্রোকে ল্যাজে-গোবরে ঘাসফুল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক আশা করেও কি তাহলে তৃণমূলের সেই আশায় জল পড়ে গেল! সম্প্রতি বিজেপি নেতা বিপ্লব মিত্র বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ধীরে ধীরে আরও অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। শুধু সময়ের অপেক্ষা। স্বভাবতই গোটা ঘটনায় ব্যাপক জল্পনা তৈরি হয় বিভিন্ন জেলায়। সম্প্রতি কোচবিহারের এক তৃণমূল নেতা ফেসবুকে পোস্ট করেছিলেন “বড় খবরের অপেক্ষা।” যা নিয়ে সোমবার দিনভর জল্পনা তৈরি হয়।

রবিবার থেকে শুনতে পাওয়া যায়, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। এমনকি গত শনিবার রাতে কলকাতায় নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অনন্ত মহারাজ ঘনিষ্ঠ নেতা পরেশ বর্মন। স্বাভাবিকভাবেই এরপর কোচবিহার জেলার অনেক তৃণমূল নেতার ফেসবুক পোস্টে পর অনন্তবাবুর তৃণমূলে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করেছিল বিভিন্ন মহল।

কিন্তু সোমবার দিনভর সেদিকে তাকিয়ে থাকলেও, তৃণমূলের সেই আশায় কার্যত জল পড়ে গেছে‌। সোমবার বিকেলে বিশেষ সূত্র মারফত খবর পাওয়া যায়, অসমের ধুবড়ি থেকে চিরাং হয়ে অজানা আস্তানায় চলে গিয়েছেন অনন্ত মহারাজ। কিন্তু হঠাৎ করেই তিনি বাংলার বাইরে কেন চলে গেলেন? তাকে নিয়ে যখন এই ধরনের জল্পনা চলছে, তখন তিনি তৃণমূলে যোগ না দিয়ে কেন উধাও হয়ে গেলেন! অনেকে বলছেন, তৃণমূলের পক্ষ থেকে যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল, তা ভেঙে দেওয়ার পেছনে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হাত রয়েছে।

তারাই অনন্ত মহারাজের বিজেপিতে যোগদানের প্রক্রিয়াকে আটকে দেওয়ার পেছনে নিজেদের মস্তিষ্ক খেলিয়েছেন বলে মনে করা হচ্ছে। বস্তুত কত লোকসভা নির্বাচনে রাজবংশী এলাকায় তৃণমূলের ভোটব্যাঙ্ক থাবা বসিয়েছে ভারতীয় জনতা পার্টি তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই রাজবংশী সম্প্রদায়ের লোকদের নিজেদের দিকে টানতে চাইছে তৃণমূল কংগ্রেস যার মধ্যে অন্যতম এই অনন্ত মহারাজ স্বাভাবিকভাবেই তার যখন তৃণমূলে যোগ দেওয়ার সমস্ত সম্ভাবনা কার্যত পাকা তখন তার এভাবে উধাও হয়ে যাওয়া পেছনে বিজেপি নেতৃত্বের হাত রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি এর পেছনে তার সুচারু মস্তিষ্ক কাজ করেছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা সত্যি? এদিন এই প্রসঙ্গে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “রাজবংশীদের নিয়ে তৃণমূলের রাজনীতি কোনোভাবেই সফল হবে না। অনন্ত মহারাজ রাজবংশীদের জন্য অনেক আন্দোলন করেছেন। তাকে তৃণমূল কিছুতেই রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না। পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু মিথ্যা মামলায় অনন্ত মহারাজকে ফাসানোর চেষ্টা করছে। তাও সফল হবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে শাসক থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করছে নিজেদের পাল্লা ভারী করার। আর তার কারণে বিভিন্ন জায়গায় দলবদল হতে দেখা যাচ্ছে। আর এবার গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের তৃণমূলে যোগদানের বিষয়টি ভাবিয়ে তুলেছিল গোটা কোচবিহার জেলার রাজনৈতিক দলকে।

তবে শেষ পর্যন্ত যেভাবে তৃণমূলের সম্ভাবনাকে কার্যত ধুলিস্যাৎ করে দিয়ে অনন্ত মহারাজের শাসক দলে যোগদান আটকে গেল, তাতে তৃণমূল অনেকটাই চাপে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এই গোটা ঘটনায় নিশীথ প্রামানিক এবং বিজেপির অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার‌ প্ল্যানিং অত্যন্ত কাজে দিয়েছে বলেও দাবি করছে বিজেপির ঘনিষ্ঠ মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!