এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির জনসমুদ্রে ভরা মহামিছিলের পাল্টা দিতে মমতার মিছিলেও জনজোয়ারের পরিকল্পনায় তৃণমূল

বিজেপির জনসমুদ্রে ভরা মহামিছিলের পাল্টা দিতে মমতার মিছিলেও জনজোয়ারের পরিকল্পনায় তৃণমূল

 

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখন পক্ষে-বিপক্ষে জোর তরজা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই আইন লাগু হবার পর থেকেই তার প্রবল বিরোধিতা করে কলকাতার রাস্তায় মিছিল শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের নেতৃত্বদের তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিটি জেলায় বিজেপির বিরুদ্ধে এই বিষয়ে আন্দোলন সংগঠিত করবার জন্য। পাল্টা তৃণমূলকে দমাতে এই নাগরিকত্ব আইনের স্বপক্ষে প্রচার শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

ইতিমধ্যেই কলকাতায় সুবিশাল মিছিলের পর উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়িতে দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে বিশাল মিছিল করেছে বিজেপি। আর দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিজেপির মিছিলে জনসমাগম দেখে কিছুটা হলেও তটস্থ রাজ্যের শাসক দল।

তবে পক্ষের নেতৃত্ব মিছিল করে এবং সেই মিছিল যদি সাফল্য পায়, তাহলে বিপক্ষ তাকে ছেড়ে দেবে, তা কি হতে পারে! আর তাই তো এবার কলকাতায় এনআরসির স্বপক্ষে মিছিল করার পর শিলিগুড়িতে বিজেপির মিছিলকে দমিয়ে দিতে, পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, আগামী 3 জানুয়ারি শিলিগুড়িতে এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, উত্তরবঙ্গের মিনি সচিবালায় উত্তরকন্যার তিনবাত্তি মোড় থেকে শিলিগুড়ি শহর পর্যন্ত এই পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। আর দলের সর্বোচ্চ নেত্রীর উত্তরবঙ্গে রাজধানীতে আসা এবং এনআরসি বিরোধী পদযাত্রা করায়, এখন সেই মিছিলকে চূড়ান্ত সাফল্য দিতে ময়দানে নেমে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বিজেপিকে কুপোকাত করতে এবং এনআরসি বিরোধী প্রচার করে সাধারণ মানুষের কাছে পৌঁছতেই তৃণমূলের এই পাল্টা প্রচার। আর তাইতো এবার বিজেপি কলকাতার পর উত্তরবঙ্গে মেগা মিছিল করলে, সেই মিছিলের পাল্টা মিছিল করে বিজেপি হাওয়াকে ফিকে করতে ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির পাল্টা তৃণমূলের এই মিছিল নিয়ে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।

বিজেপি নাকি তৃণমূলের মিছিল সবথেকে বেশি হিট করবে! এনআরসির পক্ষে নাকি বিপক্ষে থাকবে মানুষ! এখন এইসব প্রশ্নই উঠতে শুরু করেছে সর্বত্র। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি টাউন 2 কমিটির তৃণমূলের সভাপতি বেদব্রত দত্ত বলেন, “শিলিগুড়ির মাটিতে গেরুয়া বাহিনীর তেমন অস্তিত্ব নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহরে থেকে লোক এনে ওরা শহরে মিছিল করেছে। ওদের মিছিল নিয়ে ভাবছি না। কেবলমাত্র শিলিগুড়ির মানুষদের শামিল করব মুখ্যমন্ত্রীর পদযাত্রায়। বিজেপির থেকে কয়েকগুণ বেশি মানুষ হবে আমাদের মিছিলে।”

এদিকে তৃণমূলের এই মিছিলকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের থেকে 100 কিমি বেশি হেটেও তৃণমূলকে দাঁড় করাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ এখন বিজেপিকে বেছে নিয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, বিজেপি সম্প্রতি এনআরসির স্বপক্ষে যেভাবে শিলিগুড়িতে মিছিল করেছে, তা সত্যিই রেকর্ড মিছিলে পরিণত হয়েছে। ফলে সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিপক্ষে থেকে শিলিগুড়িতে মিছিল করে বিজেপি মাত দিতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!