এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার বিজেপি মন্ত্রীর নতুন ‘আবিষ্কার’, রামায়ণের যুগের নতুন মহিমা শুনলে চমকে যাবেন!

আবার বিজেপি মন্ত্রীর নতুন ‘আবিষ্কার’, রামায়ণের যুগের নতুন মহিমা শুনলে চমকে যাবেন!


মাত্র  দিন কয়েক আগে পুরাণের আধুনিক ব্যাখ্যা দিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন উত্তর প্রদেশের বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা।  এদিন আবার ও তিনি তাঁর অপার জ্ঞানের জাহির করলেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন ‘মহাভারতের আমলে হত লাইভ স্ট্রিমিং।’ চলতি সপ্তাহে বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সবাই বলে সীতা জি’র নাকি মাটির পাত্রে জন্ম হয়েছিল। অর্থাত্‍, রামায়ণের আমলেও ছিল টেস্ট টিউব বেবির ধারণ ছিল।”  এদিন তিনি আরোও একবার দাবি করলেন মহাভারতের সময় থেকেই সরাসরি সম্প্রচার করা শুরু হয়। তাই সেসময় থেকেই সাংবাদিকতার যাত্রা শুরু। শুধু তাই নয় নারদ মুনির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন ‌এযুগের গুগল সার্চের মতই কাজ করতেন নারদ মুনি। বিশ্বব্রহ্মাণ্ডের সব খবরা খবর তাঁর কাছে পাওয়া যেত। দেবতা বলেই তিনি যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতেন।‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!