এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলের চাপ উড়িয়েও পঞ্চায়েতে লড়ায় মধ্যরাত্রে দুষ্কৃতী হামলা বিজেপির প্রার্থীর বাড়িতে

শাসকদলের চাপ উড়িয়েও পঞ্চায়েতে লড়ায় মধ্যরাত্রে দুষ্কৃতী হামলা বিজেপির প্রার্থীর বাড়িতে

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন স্থানীয় বাসিন্দা মধ্যম সরকার। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পরে জানা যায় তিনি পরাজিত হয়েছেন।  ভোট গণনার দিনেই তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্বভাবিক ভাবেই এই ঘটনায় গেরুয়া শিবির দায়ী করেছে রাজ্যের শাসক দলকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মধ্যম সরকার অভিযোগ করে বললেন, নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই শাসকদলের পক্ষ থেকে নানা ভাবে হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয় মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যেও চাপ দেওয়া হয়েছিলো বলে জানা যাচ্ছে। এরপরে গত সপ্তাহে শুক্রবার মাঝ রাতে মধ্যম সরকারের দাদা উত্তর সরকারের বাড়িতে আততায়ীরা আক্রমন করে। জানা যাচ্ছে বাড়িতে ঢুকে ভাঙচুর সহ তারা এলাকায় বোমাবাজীও করে। সরকার পরিবারের তরফে অনুমান করা হচ্ছে নির্বাচনের সময় ভাই মধ্যম সরকারের হয়ে প্রচার কার্যে অংশ গ্রহণ করেছিলেন উত্তম সরকার। তার জেরেই এদিনের আক্রমন বলে মনে করা হচ্ছে। যদিও এইসব ভিত্তিহীন অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!