এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সাংসদের হাত ধরে ফের শক্তিবৃদ্ধি করলো বিজেপি শিবির, অস্বস্তি বাড়ছে শাসকদলের

সাংসদের হাত ধরে ফের শক্তিবৃদ্ধি করলো বিজেপি শিবির, অস্বস্তি বাড়ছে শাসকদলের


সামনেই বিধানসভা ভোট এরইমধ্যে গেরুয়া শিবির দলকে সাজিয়ে গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে দলের মধ্যে চলছে ভার্চুয়াল বৈঠক। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল বৈঠকের পর দলের আরোও শক্তি বৃদ্ধি হচ্ছে বলে মনে করছে গেরুয়া শিবির। অন্যদিকে রাজ্যের শাসক দল‌ও হাত গুটিয়ে বসে নেই। লকডাউন এর মধ্যেই নানা জায়গায় পাল্টা সভা করে দলের ভিত শক্ত করার চেষ্টা করছে। তা সত্ত্বেও বিজেপি শিবির শাসকদলের দুর্গে একের পর এক চিড় ধরাতে শুরু করেছে।

জানা গেছে সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের ৪০ টি পরিবার দলবদল করে পদ্মফুল শিবিরে যোগ দিয়েছে। এর পরেই আয়োজিত হয়েছিল অমিত শাহের ভার্চুয়াল সভা। এর প্রভাব বাংলার অন্দরে অনেকটাই কাজ করেছে বলে মনে করছে বিজেপির নেতাকর্মীরা। কারণ হিসেবে বলা যায় এর পরেই গত শুক্রবার জাহাঙ্গিপুরের মাহুর কিসমতপুরের বাসিন্দারা তৃণমূল ও বাম শিবিরে ভাঙ্গন ধরিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেয়। জানা গেছে এদিন দলবদল এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

এদিন সুকান্ত মজুমদার শাসক দলের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছেন,”বাংলার মানুষজন মোদীজির কাজে খুশি হয়ে এবং শাসক দলের কাছে বিক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। মোদীজির করা উন্নয়ন মানুষ নিজের চোখেই দেখতে পাচ্ছে। মানুষকে দেওয়া কথা রেখে মহিলাদের বিনামূল্যে গ্যাস দিচ্ছেন, মাসের রেশন দিচ্ছেন এমনকি অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দিচ্ছেন। এই সব বিষয় অভিজ্ঞতা করেই মানুষ স্বইচ্ছায় বিজেপিতে যোগ দিচ্ছে”।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি কর্মী সমর্থকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদিন ওই এলাকায় দলবদল এর অনুষ্ঠান ছাড়াও তারা প্রায় ২২ জন কেরালা ফেরত পরিযায়ী শ্রমিকদের ত্রাণ দিয়েছেন। সাথে বর্ষা শুরু হয়ে যাওয়ার কারণে তাদের প্রত্যেকের হাতে একটি করে ত্রিপল তুলে দিয়েছেন। এমনকি খাদ্যের অভাব কিছুটা মেটাতে তাদের হাতে শুকনো খাবার‌ও তুলে দিয়েছেন বিজেপির দলীয় কর্মীরা।

বিশেষজ্ঞ মহলের ধারণা অনুযায়ী আসন্ন নির্বাচনে গেরুয়া শিবিরের মূল লক্ষ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ। আর তাই একের পর এক ঘুঁটি সাজিয়ে সুন্দরভাবে শক্তিবৃদ্ধি করে চলেছে। কিন্তু এদিকে শাসকদলের ঘুম উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে অমিত শাহের আয়োজিত ওই ভার্চুয়াল সভা তৃণমূলকে সিঁদুরে মেঘ দেখাচ্ছে। যা আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের রক্তচাপ‌ বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!