এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুধু তৃণমূল কংগ্রেসই নয়, বামফ্রন্ট ও কংগ্রেসের বিক্ষুব্ধদের নজরে রেখে – প্রার্থী তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

শুধু তৃণমূল কংগ্রেসই নয়, বামফ্রন্ট ও কংগ্রেসের বিক্ষুব্ধদের নজরে রেখে – প্রার্থী তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২২ থেকে ২৩ টি আসন নিজেদের দখলে রাখবার জন্য রাজ্য নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর দলের সর্বভারতীয় সভাপতির এহেন বার্তার পরেই কিছুটা হলেও নড়েচড়ে বসেছে রাজ্য বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচি নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিকে সরগরম করে তুলেছে তাঁরা। কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীদের মধ্যে চমক থাকলেও এবারের সেই প্রার্থী তালিকায় কোন কোন ব্যক্তিদের নাম থাকবে তা নিয়ে কিছুটা সর্তকতা অবলম্বন করছে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস এবং সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণার পরই বিজেপি এ রাজ্যে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। আর বিজেপির এহেন স্ট্যাটেজির পেছনে সূক্ষ্ম কারণ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপির একাংশের মতে, এবার সব দলের প্রার্থী তালিকা দেখে বিজেপি তাদের প্রার্থী তালিকা পেশ করবে। কেননা এই তিন দলের মধ্যে যারা প্রার্থী তালিকায় স্থান পাবেন না, তাঁরা বিক্ষুব্ধ হিসেবেই পরিচিত হবেন। ফলে সেই সমস্ত বিক্ষুব্ধদের দলে এনে নিজেদের ভোটব্যাঙ্ককে শক্ত করতে চাইছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের প্রার্থী তালিকায় যারা স্থান পাবেন না তাঁরা বিক্ষুব্ধ হিসেবে পরিচিত হলেও এবং তাঁদেরকে বিজেপি নিজেদের দিকে টানলেও তা বিজেপির ক্ষেত্রে হীতে বিপরীত হয়ে দাঁড়াবে না তো! সূত্রের খবর, এমন আশঙ্কা আঁচ করে কিছুটা বুঝে শুনেই পা ফেলতে চাইছেন বিজেপির শীর্ষ নেতারা। জানা গেছে, ইতিমধ্যেই বাংলায় প্রার্থী বাছাই নিয়ে একাধিকবার শীর্ষ নেতাদের সঙ্গে বিজেপির রাজ্যস্তরের নেতাদের বৈঠক সম্পন্ন হয়েছে। যেখানে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন এবং দক্ষ সংগঠক রূপে পরিচিত ব্যক্তিদেরই এবার টিকিট দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

এদিকে অন্য দল থেকে বিক্ষুব্ধরা যদি শুধুমাত্র টিকিট পাওয়ার লোভেই বিজেপিতে আসেন, তাহলে সেক্ষেত্রে সর্তকতা অবলম্বন করার জন্য দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। আসন্ন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির প্রার্থী তালিকা ঠিক কি রকম হবে? এদিন এই প্রসঙ্গে বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সহ-নেতা সুরেশ পূজারী বলেন, “২০১৪ সালে যে সমস্ত শর্ত মেনে প্রার্থী বাছাই করা হয়েছিল, ২০১৯ সালে সেই একই শর্ত মেনে চলা হবে না। ২০১৪ সালে অনেক চমক দেখা গিয়েছিল, কিন্তু এবার গোটা পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। এবার শক্তিশালী প্রার্থী তালিকাই তৈরি হবে।” সব মিলিয়ে বিজেপির প্রার্থী তালিকায় ঠিক কারা কারা জায়গা পান এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!