এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যের কোন কোন আসন নিয়ে একদম নিশ্চিন্ত গেরুয়া শিবির? কোথায়ই বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায়?

রাজ্যের কোন কোন আসন নিয়ে একদম নিশ্চিন্ত গেরুয়া শিবির? কোথায়ই বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায়?


এগিয়ে আসছে লোকসভা নির্বাচন – সেদিকে লক্ষ্য রেখে যেমন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস দাবি করছে বাংলার ৪২ টি আসনই নাকি তারা দখল করতে চলেছে। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি – বাংলায় বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ – এবারে তাই রাজ্য থেকে অন্তত ২২-২৩ টি আসন দখল করতে চলেছে পদ্ম-শিবির। কিন্তু কোন কোন আসন পাখির চোখ গেরুয়া শিবিরের?

গেরুয়া শিবিরের অন্দরমহলে ঢুঁ মারলে আপাতত যা জানা যাচ্ছে, তাতে বেশ কিছু আসনে জয় নিয়ে একদম নিশ্চিন্ত গেরুয়া শিবির। সেগুলি হল –
১. আলিপুরদুয়ার
২. রায়গঞ্জ
৩. মালদা উত্তর
৪. কৃষ্ণনগর
৫. বনগাঁ
৬. কলকাতা উত্তর
৭. মেদিনীপুর
৮. ঝাড়গ্রাম
৯. পুরুলিয়া
১০. বাঁকুড়া
১১. আসানসোল
১২. বীরভূম

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও, গেরুয়া শিবিরের অন্দরমহলের মতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে নিম্নলিখিত আসনগুলোতে
১. কুচবিহার
২. জলপাইগুড়ি
৩. বালুরঘাট
৪. মালদা দক্ষিণ
৫. রানাঘাট
৬. ব্যারাকপুর
৭. দমদম
৮. বসিরহাট
৯. বারাসাত
১০. জয়নগর
১১. কলকাতা দক্ষিণ
১২. হাওড়া
১৩. শ্রীরামপুর
১৪. ঘাটাল
১৫. বিষ্ণুপুর
১৬. বর্ধমান পূর্ব
১৭. বর্ধমান দুর্গাপুর
১৮. বোলপুর

যদিও এই নিয়ে সরকারিভাবে মুখ খুলতে রাজি নন গেরুয়া শিবিরের কোনো রাজ্যস্তরের নেতাই। তবে, জেলা স্তরের নেতাদের কাছে যা নির্দেশিকা গেছে এবং সেই অনুযায়ী যেভাবে প্রচারের পরিকল্পনা চলছে – তাতে এই আসনগুলি নিয়েই বিশেষ ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!