এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি সঙ্গ ছাড়লেও মোদীই আমাদের নেতা! হেভিওয়েটের মন্তব্যে তীব্র শোরগোল রাজনৈতিক মহলে!

বিজেপি সঙ্গ ছাড়লেও মোদীই আমাদের নেতা! হেভিওয়েটের মন্তব্যে তীব্র শোরগোল রাজনৈতিক মহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিবসেনা দলটি ছিল বিজেপির দীর্ঘ সময়ের জোটসঙ্গী হিসেবে পরিচিত ছিল। তবে, গত ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে বেশ কিছু কারণে মতভেদ দেখা দিলে শিবসেনা বিজেপি সঙ্গ ত্যাগ করে কংগ্রেস, এনসিপির সঙ্গে জোট বদ্ধ হয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করে। এরপর থেকেই বিজেপি-শিবসেনার সম্পর্ক তলানিতে পৌঁছায়। দুই দলের বিভিন্ন নেতাদের মধ্যে একাধিকবার সংঘাত ঘটতে দেখা দেয়।

প্রসঙ্গত মহারাষ্ট্রে কংগ্রেস-শিবসেনা-এনসিপি নেতৃত্বাধীন মহাবিকাশ জোট গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন শিবসেনার সাংসদ ও শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত সামনাত সম্পাদকীয় থেকে বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রর প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে একাধিকবার বিষেদাগার করেন।

এই আবহে গতকাল শনিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। গতকাল শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এর সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের এই সাক্ষাৎকার প্রসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন যে, তাঁদের এই সাক্ষাৎকার ছিল পূর্বনির্ধারিত একটি বিষয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত কংগ্রেস, শিবসেনা, এনসিপি নেতৃত্বাধীন মহাবিকাশ জোটের স্থায়িত্ব প্রসঙ্গে সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিরোধী নেতা দেবেন্দ্র ফড়নবিশের একটি গোপন সাক্ষাৎ হয়েছিল। গতকাল তাঁরা দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৈঠক করেছিলেন। যদিও শিবসেনা ও বিজেপি নেতৃত্ব ইতিপূর্বে তাঁদের এই বৈঠকের কথা জানতেন না। তাঁদের এই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দাবনে জানিয়েছেন, ” এই সাক্ষাতের বেশি মানে বের করার কোনও দরকার নেই। কিছুদিন আগে আমিও রাউতের সাথে সাক্ষাৎ করেছিলাম, আর দুজন একসাথে চাও খেয়েছিলাম।”

কিন্তু তাদের এই গোপন সাক্ষাৎ মহারাষ্ট্র এর রাজনীতিতে রীতিমত ঝড় তুলে দিয়েছে। কারণ এই বৈঠক শেষে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ” নরেন্দ্র মোদী (narendra modi) প্রধানমন্ত্রী, আর তিনি উদ্ধব ঠাকরে সমেত আমাদের সবারই নেতা।” সঞ্জয় রাউতের এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে। ”

প্রসঙ্গত এই দুই নেতার মধ্যে কয়েক ঘণ্টা ধরে কি আলোচনা হল সে বিষয়ে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। কিন্তু তাদের এই গোপন সাক্ষাৎ মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ যে শিবসেনা সাংসদ অল্প কিছুদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রবলভাবে আক্রমণ করেছিলেন, তাঁর সঙ্গেই তাঁর গোপন সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনেকের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!