বিজেপি সাংসদ বলেই কি সুকান্তকে অমর্যাদা? মমতা সরকারের সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন! বিজেপি রাজনীতি রাজ্য September 28, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনা ঘটার পর থেকেই রোগী কল্যাণ সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে সেই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিভিন্ন জনপ্রতিনিধিরা রোগী কল্যাণ সমিতির মাথায় থাকলেও, এখন থেকে সেখানে অধ্যক্ষরা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আর এই পরিস্থিতিতে দুই দুইবার সাংসদ হওয়ার পরেও শুধুমাত্র বিজেপির সাংসদ বলেই কি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতি এই অমর্যাদা করেছে রাজ্য প্রশাসন? এদিন সুকান্তবাবু নিজেই যে কথা বললেন, তাতে রাজ্যের ভূমিকা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, এদিন রোগী কল্যাণ সমিতি নতুন করে সাজানো নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি দুবার সাংসদ হয়ে গেলাম। আমার জেলার কথা বলছি। আমার জেলায় আমি প্রথমবার সাংসদ হওয়ার পর আমাকে রোগী কল্যাণ সমিতির দায়িত্বে বা সেই কমিটিতে একটা সদস্য পর্যন্ত করা হয়নি। উল্টে কলকাতার একজন মানুষ তাকে রোগী কল্যাণ সমিতির মাথায় বসিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং যিনি বাইরে থাকেন, তিনি কি করে বুঝবেন! তিনি কিছু চেনেনই না, জানেনই না।” অর্থাৎ বিভিন্ন হাসপাতালে এতদিন রোগী কল্যাণ সমিতির মাথায় তৃণমূলের নেতাদের বসিয়ে দিয়ে যে সর্বনাশ করা হয়েছে, তা নিজের জেলার তথ্য তুলে ধরে বুঝিয়ে দিতে চাইলেন সুকান্ত মজুমদার। যার ফলে প্রশ্ন উঠছে যে, তাহলে কি বিজেপি সাংসদ বলেই এতদিন রোগী কল্যাণ সমিতিতে জায়গা হয়নি সুকান্তবাবুর? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -