এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সাংসদ নিশীথ প্রামানিক সম্পর্কে বড়সড় গোপন তথ্য ফাঁস করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ, জেনে নিন

সাংসদ নিশীথ প্রামানিক সম্পর্কে বড়সড় গোপন তথ্য ফাঁস করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক রাজবংশী সম্প্রদায়ের মানুষ বলেই পরিচিত। গত লোকসভা ভোটে এই কোচবিহারে বিজেপির জয়লাভের অন্যতম কারণের মধ্যে একটি কারণ রাজবংশী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের বিজেপি প্রার্থীকে সমর্থন। তবে এবার সেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যেখানে নিশীথ প্রামাণিক রাজবংশী নন বলে অভিযোগ তুললেন তিনি। স্বাভাবিক ভাবেই রবীন্দ্রনাথ ঘোষের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কোচবিহার জেলা রাজনীতিতে।

জানা যায়, রবিবার নাটাবাড়ি ফুটবল খেলার মাঠে পৌঁছনোর আগে রাস্তায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের একটি হোর্ডিং ঝুলতে দেখেন রবীন্দ্রনাথ ঘোষ। যেখানে দেখতে পাওয়া যায়, নিশীথবাবু পাগড়ী পড়া অবস্থায় রয়েছেন। আর এর পরেই সেই নাটাবাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন সময় এই ব্যাপারে বিজেপি সাংসদকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের এই মন্ত্রী।

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “একজন নিশীথ প্রামাণিক কোচবিহার রাজাদের পাগড়ী পড়েন। রাজাদের এমন পাগড়ী পড়তে পারে না। এর ফলে জেলার মানুষের ভাবাবেগে আঘাত লাগছে। নিশীথ প্রামাণিকের মা রাজবংশী বংশের হলেও, তার বাবা রাজবংশী নন। রাজবংশীর কাগজ নিশীথ প্রামানিক দেখাতে পারবেন না।” স্বভাবতই রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল কোচবিহার জেলা রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সত্যিই কি তাহলে তিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষ নন! রবীন্দ্রনাথ ঘোষের এই অভিযোগ কতটা সত্যি! এই প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূলের পদ হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। কোনোদিন সামনাসামনি হলে রাজবংশী প্রমাণের কাগজ দেখিয়ে দেব। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজবংশীদের কৃষ্টি-সংস্কৃতি এমন পাগড়ি। যে পাগড়ি পড়া হয়েছে, সেটা কোচবিহার রাজাদের নয়। মন্ত্রী আমাদের রাজবংশীদের সংস্কৃতি জানেন না। ওনার মত লোকের কাছে এমন কথাই আশা করা যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, কোচবিহারের অন্যতম শক্তিশালী ভোটব্যাঙ্ক রাজবংশীদের ভোটব্যাঙ্ক। এখানে রাজবংশীদের সমর্থন না পেলে কোনো রাজনৈতিক দলের পক্ষে জয়লাভ করা মুশকিল। বর্তমান পরিস্থিতিতে যখন বিধানসভা নির্বাচন এগিয়ে আসছেড় তখন বিজেপি সাংসদের বিরুদ্ধে রাজবংশী না হওয়ার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ। যার পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। সব মিলিয়ে এবার রাজবংশী পরিচয় নিয়ে রীতিমত তৃণমূল-বিজেপির তরজা চরম আকার ধারণ করল কোচবিহার জেলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!