এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি সাংসদকে লক্ষ্য করে বোমা, বিস্ফোরক দিলীপ ঘোষ!

বিজেপি সাংসদকে লক্ষ্য করে বোমা, বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় আইনের শাসন নেই, বারবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। তবে বিরোধীদের সেই অভিযোগ খণ্ডন করে দিয়েছে শাসক দল। আর এই পরিস্থিতিতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এর আগে আমাদের নেতা কল্যান চৌবের উপর হামলা হয়েছে। এবার জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হলো। গোটা রাজ্যে কে সুরক্ষিত! রাজ্যের যারা জনপ্রতিনিধি, তাদের সিকিউরিটি দেওয়া হচ্ছে। এভাবে কতজনকে সিকিউরিটি দেওয়া যাবে!”

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতির মুখে পৌঁছে যাচ্ছে। তাই সেই বিষয়টিকে হাতিয়ার করেই রাজ্যের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!