এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির সংকল্প যাত্রায় লোক নেই, তৃণমূলের সম্প্রীতি যাত্রায় উপচে পড়ছে ভিড়! আশায় নেতৃত্ব

বিজেপির সংকল্প যাত্রায় লোক নেই, তৃণমূলের সম্প্রীতি যাত্রায় উপচে পড়ছে ভিড়! আশায় নেতৃত্ব

 

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবি লক্ষ্য করা গেছে। দক্ষিণপন্থীদের আসন বলে পরিচিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মত লোকসভা কেন্দ্রেও কংগ্রেস তো দূর অস্ত, তৃণমূলও বিজেপির কাছে পাত্তা পায়নি। সেখানে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন দেবশ্রী চৌধুরী।

কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির ভোটব্যাংক উপচে পড়লেও যত দিন যাচ্ছে, ততই যেন সেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তথা উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক চিত্র পাল্টাতে শুরু করেছে। বর্তমানে সারা রাজ্য জুড়ে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা বনাম তৃণমূলের সম্প্রীতি যাত্রা নিয়ে প্রবল রাজনৈতিক প্রতিযোগিতা চলছে শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের মধ্যে। কে কাকে টেক্কা দিতে পারে, তার দিকে নজর রেখেছে রাজনৈতিক মহল।

কিন্তু কিছুদিন আগেই এই রায়গঞ্জ লোকসভা দখলে থাকা বিজেপি এখানে গান্ধী সংকল্প যাত্রা করলেও যেভাবে অতি অল্প সংখ্যক কর্মীসমর্থককে বিজেপির সেই কর্মসূচিতে হাঁটতে দেখা গেছে, তার থেকে তৃণমূলের সম্প্রীতি যাত্রায় এবার রেকর্ডসংখ্যক ভিড় হওয়ায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের নেতারা প্রবল আশা দেখতে শুরু করেছেন।

বস্তুত, গত 16 অক্টোবর রায়গঞ্জ লোকসভার বিভিন্ন বিধানসভায় বিজেপির পক্ষ থেকে গান্ধী সংকল্প যাত্রার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আশ্চর্যজনকভাবে বিজেপির সেই কর্মসূচীতে খুব একটা বিশাল মাপের কর্মী-সমর্থকদের ভিড় না হওয়ায় গেরুয়া শিবিরের অন্দরে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছিল। আর এবার বিজেপির সেই চিন্তাকে আরও বাড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে তৃণমূলের পক্ষ থেকে যে সম্প্রীতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই সম্প্রীতি যাত্রায় বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের ভিড় করিয়ে তৃণমূল এখানে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের এনবিএসটিসি ডিপোর সামনে থেকে বিদ্রোহী মোড়, ঘড়ি মোড়, মোহনবাটি হয়ে তৃণমূলের এই সম্প্রীতি যাত্রার মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে। যে মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ টাউন ব্লক তৃণমূল সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায়, রায়গঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি পূর্ণেন্দু দে, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্যরা।

বিজেপির সংকল্প যাত্রার থেকেও তাদের সম্প্রীতি যাত্রায় বেশি পরিমাণে জন সমাবেশ হওয়ায় এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, “বিজেপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেটা কদিন আগে দেখা গিয়েছে। আমাদের একদিনের নোটিশে এদিনের কর্মসূচি হয়েছে। আর এতে কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন।” তাহলে কি তৃণমূলের এই দাবি সত্যি!

লোকসভা নির্বাচনে বিজেপি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেও ধীরে ধীরে কি এখানে তাদের জনসমর্থন এখানে কমছে? এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৃণমূল আতঙ্কিত। বিজেপির সঙ্গে জনগণ লোকসভা ভোটে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ওরা সম্প্রীতির মিছিল করে, অথচ ওদের দলের নেতৃত্বের মধ্যেই সম্প্রীতি নেই।”

তবে বিজেপি নেতৃত্ব যাই বলুন না কেন, তাদের সংকল্প যাত্রা থেকে তৃণমূলের সম্প্রীতি যাত্রায় জনসমাগম যে বেশি হয়েছে এবং তাতে যে তৃণমূল অনেকটাই উজ্জীবিত, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!