বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর দিল্লী সফর নিয়ে ব্যাপক জল্পনা, কারণ নিয়ে ধোঁয়াশা জাতীয় বিজেপি রাজনীতি July 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরা এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ত্রিপুরার গেরুয়া সংগঠনেও ভাঙন ধরেছে, সেখানেও তৃণমূল হাত বাড়িয়েছে। এই অবস্থায় অন্য সমস্যা হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব। সব মিলিয়ে এই জটিল পরিস্থিতির মধ্যেই বুধবার দিল্লি পৌঁছালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের হাত ধরে সম্প্রতি ত্রিপুরা থেকে অন্যতম সাংসদ প্রতিমা ভৌমিক জায়গা পেয়েছেন। আর তারপরেই বিপ্লব দেবের দিল্লি সফর যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন সূত্রে বিভিন্ন খবর আসছে বিপ্লব দেবের দিল্লি যাওয়ার কারণ নিয়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্যই বিপ্লব দেব দিল্লি গিয়েছেন। আবার অন্য একটি সূত্রের খবর, রাজ্য মন্ত্রীসভার সম্প্রসারণের বিষয়ে কথাবার্তা বলতে চান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রশাসনিক দরকারে নয় বরং ত্রিপুরায় দলের সাংগঠনিক ভিত মজবুত করার জন্যই আলোচনা করতে গিয়েছেন বিপ্লব দেব দিল্লিতে। কার্যত ধীরে ধীরে এগিয়ে আসছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। পাশাপাশি ত্রিপুরাতেও কেন্দ্রীয় বিজেপি নেতাদের এবং মন্ত্রীদের আনাগোনা বেড়েছে। সম্প্রতি ত্রিপুরার রাজ্যপাল বদল হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একইসাথে ত্রিপুরার বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন বিজেপির বিএল সন্তোষ এবং অজয় জামওয়াল। খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার ত্রিপুরা আসার কথা। কিন্তু তার আগেই বিপ্লব দেব দিল্লী যাওয়ায় দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তাঁর প্রেস অ্যাডভাইজার সঞ্জয় মিশ্রও দিল্লি গিয়েছেন। আবার সার্বিকভাবে বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরার করোনা পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগজনক। করোনা সংক্রমণ আপাতত ত্রিপুরায় নিম্নমুখী হলেও সংক্রমণ কিন্তু কোনমতেই নিয়ন্ত্রণে আসছেনা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গেও আলোচনায় বসতে পারেন বিপ্লব দেব। সব মিলিয়ে বিপ্লব দেবের দিল্লি ভ্রমণ যে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি করেছে, তা স্পষ্ট। অনুমানের উপর ভিত্তি করে নানা কথা বলা হলেও বিপ্লব দেব আসলে কি কারণে দিল্লি গিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। আপাতত বিপ্লব দেবের দিল্লি সফরের হাত ধরে বড় কোনো রাজনৈতিক মোড় আসে কিনা সেটাই দেখার। আপনার মতামত জানান -